• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

ফরিদপুরে মুজিববর্ষ উপলক্ষে ক্রিকেট টুর্নামেন্ট শুরু

  ফরিদপুর প্রতিনিধি

০৭ ফেব্রুয়ারি ২০২০, ২১:১১
ফরিদপুরে টি-টুয়েন্টি
মুজিব শতবর্ষ উপলক্ষে ফরিদপুরে টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট (ছবি : দৈনিক অধিকার)

মুজিব শতবর্ষ উপলক্ষে ফরিদপুর ক্রিকেটার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে শুরু হয়েছে টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট। ফরিদপুরের শেখ জামাল স্টেডিয়ামে শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন সাহাবুদ্দিন বীর উত্তম।

এ সময় জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ফারুক আহমেদ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজমুল হাসান খন্দকার লেভী, ফরিদপুর ক্রিকেটার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি সাইফুল ইসলাম এপি, সাধারণ সম্পাদক গোলাম মোহাম্মদ নাসিমসহ অন্যরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী খেলায় মুক্তিযোদ্ধা খন্দকার সেলিম স্মৃতি দল ৮ উইকেটে মুক্তিযোদ্ধা সাহাবুদ্দিন স্মৃতি দলকে পরাজিত করে। এই খেলায় ম্যান অব দ্য ম্যাচ হন বিজয়ী দলের শিবলী।

৩টি ভেন্যুতে আয়োজিত এ টুর্নামেন্টে মোট ৬টি দল অংশ নেয়। টুর্নামেন্টে অংশ নেয়া অপর দলগুলো হলো- মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ স্মৃতি দল, মুক্তিযোদ্ধা সিরাজুল হক স্মৃতি দল, শহীদ মুক্তিযোদ্ধা কাজী সালাহউদ্দিন স্মৃতি দল ও মুক্তিযোদ্ধা ওহিদুজ্জামান স্মৃতি দল। আগামী ১৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ফাইনাল খেলা।

আরও পড়ুন : শ্রীপুরে কৃষাণীদের মাঝে হাঁস-মুরগি বিতরণ

শনিবার ৮ ফেব্রুয়ারি সকাল ৯টায় বাখুন্ডা কলেজ মাঠে অনুষ্ঠিত হবে মুক্তিযোদ্ধা সিরাজুল হক স্মৃতি বনাম মুক্তিযোদ্ধা ওহিদুজ্জামান স্মৃতি দল এবং কোমরপুর আব্দুল আজিজ ইন্সটিটিউশন মাঠে সকাল ৯টায় মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ স্মৃতি বনাম মুক্তিযোদ্ধা সাহাবুদ্দিন স্মৃতি দল দুপুর ১টায় মুক্তিযোদ্ধা খন্দকার সেলিম স্মৃতি বনাম শহীদ মুক্তিযোদ্ধা কাজী সালাহউদ্দিন স্মৃতি দলের খেলা অনুষ্ঠিত হবে।

ওডি/এএইচ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড