• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

ঝিনাইদহে সিসি ক্যামেরা বসানোর কার্যক্রম উদ্বোধন

  ঝিনাইদহ প্রতিনিধি

০৭ ফেব্রুয়ারি ২০২০, ১৭:১৯
সিসি ক্যামেরা বসানো কার্যক্রম
সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকীর সহযোগিতায় সিসি ক্যামেরা বসানো কার্যক্রম শুরু করা হয়। (ছবি : দৈনিক অধিকার)

মুজিববর্ষ উদযাপনে ঝিনাইদহে সিসি ক্যামেরা বসানো হচ্ছে। অপরাধ নিয়ন্ত্রণে এ ক্যামেরা কাজ করবে বলে আশাবাদী প্রশাসন। শুক্রবার (৭ ফেব্রুয়াদরি) সকালে ক্যামেরা বসানোর এই কার্যক্রম উদ্বোধন করা হয়। জেলা পুলিশের পক্ষ থেকে ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকীর সহযোগিতায় এ কার্যক্রম শুরু করা হয়।

অনুষ্ঠানে ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাই, ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য তাজীব আলম সিদ্দিকী, সাবেক সংসদ সদস্য নুরজাহান বেগম, জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, পুলিশ সুপার মো. হাসানুজ্জামান উপস্থিত ছিলেন।

আরও পড়ুন : বঙ্গবন্ধুর প্রিয় রসমঞ্জুরির জনপ্রিয়তা দেশে-বিদেশে

এ সময় বক্তারা বলেন, ইন্টারনেট ভিত্তিক এই ক্যামেরা নিয়ন্ত্রণ করা হবে পুলিশ সুপারের কার্যালয় থেকে। যে কেউ ইচ্ছা করলে সফটওয়্যারের মাধ্যমে ঘরে বসে শহরের কোথায় কী হচ্ছে তা দেখতে পারবে।

এটি সব ধরনের অপরাধ নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা রাখবে। আগামী এক মাসের মধ্যে সিসি ক্যামেরা বসানোর কার্যক্রম শেষ হবে বলে জানান তিনি।

ওডি/এএইচ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড