• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

কন্ডাক্টর ও হেলপারের মারধরে জ্ঞান হারালেন যাত্রী

  সিরাজদিখান প্রতিনিধি, মুন্সীগঞ্জ

০৬ ফেব্রুয়ারি ২০২০, ২১:২৯
আহত যাত্রী
আহত যাত্রীকে হাসপাতালে নেওয়া হচ্ছে ( ছবি : দৈনিক অধিকার )

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় বাস কন্ডাক্টর ও হেলপারের বেধড়ক মারধরে জ্ঞান হারিয়েছেন এক যাত্রী। তার নাম আল আমিন (৩১)। পরবর্তীতে বাসযাত্রী আল আমিনকে হাসপাতালে ভর্তি করা হয়।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকাল সোয়া ৪টার দিকে উপজেলার নিমতলা বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।

আহত যাত্রী আল আমিন উপজেলার ইছাপুরা ইউনিয়নের লালবাড়ী গ্রামের মালেক মাস্টারের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ডিএম পরিবহনের বাসটি ঢাকা থেকে নিমতলা হয়ে টংগীবাড়ী যাচ্ছিল। পথে বাসটি নিমতলা বাসস্ট্যান্ডে থামার পর একজন যাত্রী নেমে যায়। পরবর্তীতে ওই ফাকা সিটে আল আমিন তার সন্তানকে বসাতে চাইলে কন্ডাক্টরের সঙ্গে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে গাড়ির কন্ডাক্টর ও হেলপার মিলে যাত্রী আল আমিনকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারতে মারতে গাড়ি থেকে নামিয়ে দেয়। এতে ওই যাত্রী জ্ঞান হারিয়ে ফেলে। পরে বাসের অন্য যাত্রীরা আল আমিনকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে বসুমতি হাসপাতালে ভর্তি করে।

আরও পড়ুন: বেগমগঞ্জে পরীক্ষায় নকল সরবরাহের অভিযোগে আটক ৫

আহত যাত্রীর স্ত্রী বলেন, ‘বাসের কন্ডাক্টর ও হেলপার আমার স্বামীকে এলোপাতাড়ি মারধর করে। মারধরের একপর্যায়ে আমার স্বামী জ্ঞান হারায়। পরে নিমতলা বাসস্ট্যান্টের লোকজন আমার স্বামীকে হাসপাতালে ভর্তি করে। আমি এ ঘটনায় বাসের কন্ডাক্টর ও হেলপারের বিচার চাই।’

হাসাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বাছেদ জানান, ঘটনাটি আমার জানা নেই। মারামারির বিষয় আমরা দেখি নাই।

সিরাজদিখান থানার ডিউটি অফিসার এসআই রিপন জানান, এ বিষয় আমাদের জানা নেই। থানায় এখনো কেউ অভিযোগ করেনি।

ওডি/এসএএফ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড