• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

পিরোজপুরে ইলিশ উৎসব, খুশি জেলেরা

  পিরোজপুর প্রতিনিধি

০৬ ফেব্রুয়ারি ২০২০, ১৯:১৬
ইলিশ বিক্রি
ইলিশ বিক্রি ( ছবি : দৈনিক অধিকার )

শীত মৌসুমে পিরোজপুরে স্থানীয় বাজার গুলোতে দেখা দিয়েছে ব্যাপক ইলিশের সমারোহ। খুচরা মৎস বিক্রেতাদের অধিকাংশের কাছে রয়েছে ছোট-বড় নানা সাইজের ইলিশের ডালা। বাজার দর নিয়ন্ত্রণে থাকায় ক্রেতারাও ভিড় করছেন ইলিশের দোকানে।

স্থানীয় কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে, তাজা ইলিশ পেয়ে খুশি রয়েছেন ক্রেতা-বিক্রেতা উভয়ই। এর আগে শীত মৌসুমে এতো ইলিশ দেখেননি ব্যবসায়ী ক্রেতা কেউই।

এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে ক্রেতা বিক্রেতাদের মধ্যে। সময়টা এখন ইলিশের মৌসুম না হলেও দক্ষিণ উপকূলীয় এলাকা পিরোজপুরের ইন্দুরকানীর কঁচা ও বলেশ্বর নদে জেলেদের দিন ফিরেছে। জেলেরা জাল ফেললে কেউ খালি হাতে বাড়ি ফিরে না। প্রত্যেক জেলে কমপক্ষে ২-৩ কেজি করে ইলিশ ধরছে। যার বাজার মূল্য প্রতি কেজি ছোট ইলিশ ৫-৬শ টাকা আর বড় ইলিশ ৮-১২শ টাকা। তবে এবার ভরা মৌসুমের শুরুতে সাগরে পর্যাপ্ত ইলিশ পাওয়া যায়নি। কেউ বলছেন সরকার মা ইলিশ ধরতে নিষেধাজ্ঞা জারি করায় এখন বিপরীত মৌসুমেও মিলছে ইলিশ। আবার কেউ বলছেন প্রচণ্ড শীতের কারণে সমুদ্রের ইলিশ চলে আসছে নদীতে।

পিরোজপুর শহরের মাছ ব্যবসায়ীরা জানায়, গেলো দুই সপ্তাহ ধরে জেলেদের জালে ধরা পরছে এক কেজি থেকে দেড় কেজি ওজনের বড় আকারের ইলিশ। স্থানীয় বাজারে যা প্রতি কেজি ৮শ থেকে ১ হাজার টাকায় বিক্রি হচ্ছে। পাইকাররা দিনে ১ থেকে দেড় লাখ টাকার মাছ বিক্রি করছেন। এতে দারুণ খুশি জেলে ও ব্যবসায়ীরা। আবার দাম নিয়ন্ত্রণে থাকায় ইলিশ কিনে খুশি ক্রেতারাও।

আরও পড়ুন: বরিশালে মোটরসাইকেল চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

এ ব্যাপারে জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আব্দুল বারী জানান, বছর জুড়ে নদীতে মাছ ধরার ওপর সরকারের বিভিন্ন কর্মসূচি থাকায় এই অঞ্চলের নদীগুলোতে ইলিশের অভয়াশ্রমে পরিনত হয়েছে।

ওডি/এসএএফ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড