• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় ৮ দাখিল পরীক্ষার্থী আহত

  ফরিদপুর প্রতিনিধি

০৬ ফেব্রুয়ারি ২০২০, ১৭:৩১
ফরিদপুর
ছবি : দৈনিক অধিকার

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় ব্যাটারি চালিত অটোরিকশা উল্টে ৮ দাখিল পরীক্ষার্থী আহত হয়েছে। তাদের নগরকান্দা উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে এক পরীক্ষার্থীকে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (৬ ফেব্রুযারি) দুপুর দেড়টার দিকে উপজেলার ইশ্বরদী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, আহত পরীক্ষার্থীরা আররি ১ম অধ্যায় পরীক্ষা শেষে নগরকান্দা সরকারি মহাবিদ্যালয় কেন্দ্র থেকে অটোরিকশায় করে বাড়ি ফিরছিল। পথে ঈশ্বরদী নামক স্থানে পৌঁছালে অটোরিকশাটি উল্টে যায়। এতে অটোরিকশায় থাকা তামিমা আক্তার, রোকসানা আক্তার, সাকিল আহম্মেদ, খাদিজা আক্তার, নাফিজা আক্তারসহ ৮ পরীক্ষার্থী গাড়িটির নিচে চাপা পড়ে আহত হন। তারা সবাই উপজেলার চরযোশরদী ইউনিয়নের দহিসারা দাখিল মাদরাসার পরীক্ষার্থী।

চরযোশরদী ইউপি চেয়ারম্যান আরিফুর রহমান পথিক জানান, স্থানীয়রা আহত পরীক্ষার্থীদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে গুরুতর আহত সাকিল আহমেদকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনার খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেতী প্রু ওই হাসপাতালে আহতদের চিকিৎসার খোঁজ খবর নেন।

আরও পড়ুন: মানিকগঞ্জে মাটি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

নগরকান্দা থানার ওসি (তদন্ত) মিরাজ হোসেন জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই অটোরিকশা চালক গাড়ি নিয়ে পালিয়ে যায়। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে।

ওডি/এসএএফ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড