• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

মানিকগঞ্জে মাটি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

  মানিকগঞ্জ প্রতিনিধি

০৬ ফেব্রুয়ারি ২০২০, ১৭:০২
নিহতের স্বজনদের আহাজারি
নিহতের স্বজনদের আহাজারি ( ছবি : দৈনিক অধিকার )

মাটি ব্যবসার জের ধরে মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। ওই ব্যবসায়ীর নাম রিপন হোসেন লেবু (৪৫)।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে উপজেলার বায়রা ইউনিয়ন পরিষদের পেছনে এ ঘটনা ঘটে।

নিহত লেবু উপজেলার বায়রা ইউনিয়নের জামালপুর গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে। তিনি বালু মাটির ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।

নিহতের পরিবার জানায়, মাটি ব্যবসা নিয়ে বায়রা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক হায়দার আলীর সঙ্গে লেবু গংদের বিরোধ চলে আসছিল। এরই জের ধরে সকালে বায়রা বাজার এলাকায় হায়দার আলী ২০-২৫ জন সমর্থক নিয়ে লেবুকে কুপিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

আরও পড়ুন: গাংনীতে ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষ, আহত ৫

সিংগাইর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আলমগীর হোসেন জানান, ময়না তদন্তের জন্য লেবুর মরদেহ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনায় সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

ওডি/এসএএফ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড