• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

বাঁশখালী আধুনিক হাসপাতালে নতুন মেশিন সংযোজন

  বাঁশখালী প্রতিনিধি

০৬ ফেব্রুয়ারি ২০২০, ১১:১০
চট্টগ্রামের  বাঁশখালী
মেশিন সংযোজন (ছবি : দৈনিক অধিকার)

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার জলদী আধুনিক হাসপাতালে চিকিৎসা সেবার মান বাড়াতে উন্নতমানের পরীক্ষার জন্য ইলেকট্রোলাইট এনালাইজার নামক একটি মেশিন উদ্বোধন করা হয়েছে।

জলদী আধুনিক হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক এস.এম. শোয়াইবুর রহমান ও আবাসিক মেডিকেল অফিসার ডা. আবু বকর এ মেশিন উদ্বোধন করেন।

এ মেশিন উদ্বোধনের মধ্য দিয়ে উন্নত পরীক্ষার মাধ্যমে উপজেলায় আধুনিক ও উন্নত চিকিৎসা সেবা কার্যক্রমের যাত্রা হলো।

জানা গেছে, এ ‘ইলেকট্রোলাইট এনালাইজার’ মেশিন বাঁশখালীতে প্রথম সংযোজন করা হয়েছে। এমন কী উপজেলার সরকারি হাসপাতালেও মেশিনটা নেই।

গত মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকালে জলদী আধুনিক হাসপাতালে এ মেশিনের উদ্বোধন করা হয়।

উদ্বোধন শেষে হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক এস.এম. শোয়াইবুর রহমান জানান, রোগীদের উন্নত চিকিৎসা দেওয়ার লক্ষ্যে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

আরও পড়ুন : দৈনিক অধিকারে সংবাদ প্রকাশের পর চিকিৎসা সহায়তা পেল সুবর্ণা

ইতোমধ্যে, হাসপাতাল কর্তৃপক্ষ অসহায় রোগীদের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা, হতদরিদ্রদের জন্য প্রয়োজনীয় ওষুধপত্র প্রদানের লক্ষ্যে রোগীকল্যাণ ফান্ডের ব্যবস্থা, ২৫ শতাংশ কম খরচে সবধরনের পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা, সাপ্তাহিক খৎনা ক্যাম্প ও কম খরচে মুক্তিযোদ্ধা পরিবারের জন্য চিকিৎসা সেবা প্রদানের উদ্যোগ গ্রহণ করেছে।

ওডি/জেএস

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড