• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

সুনামগঞ্জে বিরোধের জেরে রেস্টুরেন্টে হামলা, আহত ৩

  সুনামগঞ্জ প্রতিনিধি

০৬ ফেব্রুয়ারি ২০২০, ০৮:৪০
সুনামগঞ্জ
রেস্টুরেন্টে ভাঙচুর (ছবি : দৈনিক অধিকার)

সুনামগঞ্জ পৌর শহরের কামারখাল ব্রিজ সংলগ্ন পুরাতন বাস স্টেশন এলাকায় পূর্ববিরোধের জেরে শাহ আরফিন রেস্টুরেন্টে সন্ত্রাসীদের হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মালিক ও হোটেলের এক নারী বাবুর্চিসহ ৩ জন আহত হন। তারা এ সময় ক্যাশের থালা ভেঙে রক্ষিত টাকা পয়সা নিয়ে পালিয়ে যায়।

খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে এসে ভাঙচুরের ঘটনা পর্যবেক্ষণ করে বড়পাড়া এলাকা থেকে একজনকে আটক করে।

আহতরা হলেন- হোটেল মালিক সমছুল মিয়ার ছেলে বড়পাড়া এলাকার মো. রাসেল মিয়া(২২), সোনাই মিয়ার ছেলে হৃদয় মিয়া(২১) ও এক নারী বাবুর্চি বড়পাড়ার মৃত আব্দুল সমাদের স্ত্রী ছায়েদা বেগম (৩৫)।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার (৫ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩টায় মো. আব্দুল মতিনের নেতৃত্বে বড়পাড়া এলাকার মৃত আলী ফরিদের ছেলে আব্দুল্লাহ আল মামুন শুভ, তার সহোদর আলী আশরাফ, তেঘরিয়া এলাকার হুজাইফা, জয়ের মিয়া, শিশির, আবুল হাসান, শায়েখ মিয়া, তৌহিদ গংরা পূর্ববিরোধের জেরে এই রেস্টুরেন্টে হামলা ও ভাঙচুর চালায়। আহতদের জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ মো. আব্দুল মতিনকে আটক করেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা যায়।

আরও পড়ুন : চাঁদা না দেওয়ায় দুই ঘের ব্যবসায়ীকে গুলির ঘটনায় আটক ৬

এ ব্যাপারে সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. শহীদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ওডি/জেএস

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড