• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

দিনাজপুরে ২ ভাইসহ ৫ জনের ফাঁসির রায়

  দিনাজপুর প্রতিনিধি

০৫ ফেব্রুয়ারি ২০২০, ১৮:২৮
দিনাজপুরে ফাঁসির রায়
দিনাজপুরে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি (ছবি : সংগৃহীত)

দিনাজপুরের ঘোড়াঘাটে ৪ বছরের শিশুকে অপহরণের পর হত্যার ঘটনায় ২ ভাইসহ ৫ জনকে ফাঁসি দিয়েছে আদালত। বুধবার (৫ ফেব্রুয়ারি) বিকালে দিনাজপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শরিফ উদ্দিন আহমেদ এই রায় দেন। ১০ লাখ টাকা মুক্তিপণ না দেওয়ায় শিশুটিকে হত্যা করা হয়।

ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন— উপজেলার কাদিমনগর এলাকার এহিয়ার ছেলে জিল্লুর রহমান ও জুয়েল ইসলাম, একই এলাকার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে কামাল উদ্দিন এবং কামাল উদ্দিনের ছেলে মামুন রশিদ ওরফে মামুন ও ওয়াজেদ আলীর ছেলে ফেরদৌস আলী।

অভিযোগ প্রমাণিত না হওয়ায় এই মামলায় বাকি ৬ আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়।

মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালের ১১ নভেম্বর আসামিরা ৪ বছরের শিশু পর্শ সাহাকে ফুঁসলিয়ে অপহরণ করে। পরিবারের লোকজন খোঁজাখুঁজি করলে স্থানীয়রা অপহরণের বিষয়টি শিশুর পিতাকে অবহিত করে। এই ঘটনায় পর্শ সাহার পিতা ৮ জনের নাম দিয়ে অজ্ঞাত আরও ৩/৪ জনকে আসামি করে ঘোড়াঘাট থানায় অভিযোগ দেন। পরদিন পুলিশ আসামি জিল্লুর রহমানকে আটক করলে তার স্বীকারোক্তি অনুযায়ী কবরস্থানে শিশুটির এক চোখ উপড়ানো লাশ উদ্ধার করে পুলিশ।

আরও পড়ুন : মৌলভীবাজারে ১ মাসে আটক ৪৯ মাদক কারবারি

মামলার বাদীপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মেহবুব হাসান চৌধুরী ও বিবাদীপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট সাইফুল ইসলাম।

ওডি/এএইচ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড