• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

অধ্যক্ষের অপসারণ চেয়ে শিক্ষার্থীর মানববন্ধন

  কাপ্তাই প্রতিনিধি, রাঙ্গামাটি

০৫ ফেব্রুয়ারি ২০২০, ০৮:৪৭
কাপ্তাই
সুইডেন্ট পলিটেকনিকের প্রধান ফটকের সামনে মানববন্ধন করে শিক্ষার্থীরা (ছবি : দৈনিক অধিকার)

বাংলাদেশ সুইডেন্ট পলিটেকনিক ইন্সটিটিউটের কিছু শিক্ষার্থী অত্র ইন্সটিটিউটের অধ্যক্ষ আব্দুল মতিন হাওলাদার কর্তৃক অনৈতিকভাবে নির্যাতনের প্রতিবাদ ও অপসারণ জানিয়ে মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বেলা ১২টায় ইনস্টিটিউটের প্রধান ফটকের সামনে মানববন্ধন করে।

ছাত্র লাভুল দাশ, তৌফিকুল রিফাত, আবুবক্কর, শাকিল আহমেদ ও চিংময় বড়ুয়াসহ ৫১ জন শিক্ষার্থী লিখিত অভিযোগ করেন, যে অত্র ইন্সটিটিউটের বর্তমান অধ্যক্ষ তাদের বিভিন্ন আসন বণ্টন, বিনা কারণে বহিষ্কার, অসাধু আচরণ ও ছাত্রদের নানাভাবে হয়রানি করছে।

শিক্ষার্থীরা তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা, ক্লাস বর্জন গ্রহণের সিদ্ধান্ত নেয় বলে জানান এবং প্রধানমন্ত্রীর নিকট উক্ত অধ্যক্ষকে অপসারণের জন্য আবেদন করেন কাপ্তাই নির্বাহী অফিসার বরাবরে।

এ ব্যাপারে অত্র ইন্সটিটিউটের অধ্যক্ষ আব্দুল মতিন হাওলাদার এক প্রশ্নের জবাবে বলেন, কিছু ছাত্র ইন্সটিটিউট হতে নানা অভিযোগের ভিত্তিতে বহিষ্কার, এবং তিনের অধিক বিষয়ে ফেল করা ছাত্ররা ইন্সটিটিউটের পরিবেশকে ঘোলাটে করার জন্য যে অভিযোগ করছে তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও জানান, অত্র ইনস্টিটিউটের অ্যাকাডেমির ও বোর্ড সিদ্ধান্তে অনিয়ম ও দোষীদের বিরুদ্ধে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখানে তার একক কোনো সিদ্ধান্ত নেই বলে জানান।

ওডি/আরবি

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড