• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

পরীক্ষার আগেই ঝরে পড়ল ২৪ হাজারের বেশি শিক্ষার্থী

  গোলাম মোস্তফা মুন্না, যশোর

০৫ ফেব্রুয়ারি ২০২০, ০৮:০৩
যশোর
ছবি : সংগৃহীত

মাধ্যমিক ও উচ্চ শিক্ষাবোর্ড যশোরে ২০২০ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের জন্য ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে নবম শ্রেণিতে রেজিস্ট্রেশন করে ১লাখ ৬১ হাজার ৪১৯ জন। এদের মধ্যে ২০২০ সালে এসএসসি পরীক্ষা দিচ্ছে ১ লাখ ৩৭ হাজার ১৫০ জন। দুই বছরে ঝরে গেল ২৪ হাজার ২৬৯ জন। এছাড়া বাংলা ও ইংরেজি পরীক্ষায় অনুপস্থিত রয়েছে ১ হাজার ১১১ জন। সবমিলিয়ে নবম শ্রেণিতে রেজিস্ট্রেশন করার পর ২৪ হাজার ২৬৯ জন শিক্ষার্থী ঝরে পড়েছে। যদিও যশোর শিক্ষা অফিস সবাইকে ঝরে পড়া বলতে অস্বীকার করেছেন।

যশোর বোর্ডের অধীনে খুলনা বিভাগে ১০ জেলার মধ্যে ২০২০ এসএসসিতে পরীক্ষায় অংশ নেওয়ার জন্য খুলনায় রেজিস্ট্রেশন করে ২৪ হাজার ৫৯১ জন। পরীক্ষায় অংশ নেয় ২১ হাজার ২৪৭ জন। ঝরে গেছে ৩ হাজার ৩৪৪ জন।

বাগেরহাটে রেজিস্ট্রেশন করে ১৩ হাজার ৮৪৪ শিক্ষার্থী। পরীক্ষায় অংশ নেয় ১১ হাজার ৭১২ । ঝরে গেছে ২ হাজার ১৩২ শিক্ষার্থী।

সাতক্ষীরায় রেজিস্ট্রেশন করে ১৮ হাজার ৭৩১ শিক্ষার্থী। পরীক্ষায় অংশ নেয় ১৫ হাজার ৬৯৪ জন। ঝরে গেছে ৩ হাজার ৩৭ শিক্ষার্থী।

কুষ্টিয়ায় রেজিস্ট্রেশন করে ২১ হাজার ৬৩২ শিক্ষার্থী। পরীক্ষায় অংশ নেয় ১৯ হাজার ২৪ জন। ঝরে গেছে ৬০৮ জন।

চুয়াডাঙ্গায় রেজিস্ট্রেশন করে ১০ হাজার ২৭০ জন। পরীক্ষায় অংশ নেয় ৮ হাজার ৭৩২ জন। ঝরে গেছে ১ হাজার ৫৩৮ শিক্ষার্থী।

মেহেরপুরে রেজিস্ট্রেশন করে ৮ হাজার ৬৬ শিক্ষার্থী। পরীক্ষায় অংশ নেয় ৬ হাজার ৮২৩ জন। ঝরে গেছে ১ হাজার ২৪৩ পরীক্ষার্থী।

যশোরে নিবন্ধন করে ২৮ হাজার ৩৬২ শিক্ষার্থী। পরীক্ষায় অংশ নেয় ২৩ হাজার ৭৯০ জন। বাদ পড়েছে ৪ হাজার ৫৭২ শিক্ষার্থী।

নড়াইলে রেজিস্ট্রেশন করে ৮ হাজার ৭৫৩ শিক্ষার্থী। পরীক্ষায় অংশ নেয় ৭ হাজার ২৬২ জন। ঝরে গেছে ১ হাজার ৪৯১ জন।

ঝিনাইদহে রেজিস্ট্রেশন করে ১৭ হাজার ৫৬৪ শিক্ষার্থী। পরীক্ষায় অংশ নেয় ১৪ হাজার ৯৮৩ জন। ঝরে গেছে ২ হাজার ৫৮১ শিক্ষার্থী ।

মাগুরায় রেজিস্ট্রেশন করে ৯ হাজার ৬০৬ পরীক্ষার্থী। পরীক্ষায় অংশ নেয় ৭ হাজার ৮৮৩ জন। ঝরে গেছে ১ হাজার ৭২৩ জন।

আরও পড়ুন : ‘মানুষমারা’ থেকে বিদ্যালয়ের নাম রাখা হলো ‘মানুষগড়া’

যশোর জেলা শিক্ষা অফিসার আব্দুল খালেক বলেন, সব শিক্ষার্থী ঝরে গেছে বলা যাবে না। কারণ নবম শ্রেণিতে রেজিস্ট্রেশন করার পর কিছু শিক্ষার্থী জেএসসি পাসের সনদ দিয়ে সরকারি চাকরিতে ঢুকেছে। আবার কিছু শিক্ষার্থী এসএসসির নির্বাচনি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় তাদের পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হয়নি। তবে এর মধ্যে কিছু পরীক্ষার্থী ঝরে গেছে বলা যাবে। যারা সাংসারিক অভাব অনটনের কারণে লেখাপড়া ছেড়ে কাজে ঢুকে গেছে। কিছু ছাত্রীর পারিবারিকভাবে বাল্যবিয়ে হয়েছে। সামাজিক নানা কারণে অনেকের পরীক্ষায় অংশগ্রহণ করেনি।

ওডি/আরবি

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড