• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

টাঙ্গাইলে প্রশ্নপত্র ফাঁসকারী চক্রের সক্রিয় সদস্য গ্রেপ্তার

  টাঙ্গাইল প্রতিনিধি

০৪ ফেব্রুয়ারি ২০২০, ২০:০২
গ্রেপ্তার
গ্রেপ্তার ভুয়া প্রশ্নপত্র ফাঁসকরী চক্রের মো. নাইম সিদ্দিকী (ছবি : দৈনিক অধিকার)

টাঙ্গাইলে ভুয়া প্রশ্নপত্র ফাঁসকরী চক্রের মো. নাইম সিদ্দিকী (১৭) নামে এক সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১২)।

গ্রেপ্তারকৃত নাইম বাসাইল উপজেলার বার্তা উত্তর পাড়ার আবু আশরাফ শান্তর ছেলে।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে র‌্যাব-১২-এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার শফিকুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি বলেন, সোমবার (৩ ফেব্রুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বাসাইল বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে মো. নাঈম সিদ্দিকীকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে জানায় সে মিথ্যা প্রশ্নপত্র ফাঁসকারী চক্রের একজন সক্রিয় সদস্য।

এ সময় সেখান থেকে একটি মোবাইল, তিনটি সিম, এক হাজার ৫৮০ টাকা ও ভুয়া প্রশ্নপত্রের ৩০টি স্ক্রিনশট উদ্ধার করা হয়।

আরও পড়ুন : ভোলায় ১০ ভুয়া পরীক্ষার্থীসহ মাদরাসা সুপার আটক

কোম্পানি কমান্ডার শফিকুর রহমান বলেন, র‌্যাবের এ ধরনের প্রশ্নপত্র ফাঁসকারী চক্রের বিরুদ্ধে আভিযানিক কার্যক্রম চলমান থাকবে এবং ভবিষ্যতে আরও জোরদার করা হবে। আইনশৃঙ্খলা বাহিনীর এ ধরনের তৎপরতা দেশকে একটি প্রশ্নপত্র ফাঁসমুক্ত পরীক্ষা উপহার দিতে পারবে বলে আমরা বিশ্বাস করি।

ওডি/এএসএল

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড