• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

জিন তাড়ানোর নামে পানিতে চুবিয়ে হত্যা, কথিত ফকির গ্রেপ্তার

  বরিশাল প্রতিনিধি

০৪ ফেব্রুয়ারি ২০২০, ১৭:৩৫
গ্রেপ্তার
মানসিক রোগীকে পানিতে চুবিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার রিয়াজ ফকিরসহ তার স্ত্রী-পুত্র (ছবি : দৈনিক অধিকার)

বরিশালে জিন তাড়ানোর নামে মানসিক রোগীকে পিটিয়ে ও পানিতে চুবিয়ে হত্যার ঘটনায় স্ত্রী-পুত্রসহ কথিত ফকির রিয়াজ উদ্দিনকে (৪৮) গ্রেপ্তার করেছে র‌্যাব।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে র‌্যাব-৮-এর সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।

এর আগে একই দিন সকালে বরিশাল নগরীর রূপাতলী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার অপর দুইজন হলো- রিয়াজের স্ত্রী তাসলিমা আক্তার লাকি (৪২) এবং ছেলে তৌহিদুর রহমান। তারা সবাই জেলার বাকেরগঞ্জ উপজেলার আউলিয়াপুর গ্রামের বাসিন্দা।

সংবাদ সম্মেলনে র‌্যাবের ১ নম্বর কোম্পানি প্রধান মেজর খান সজিবুল ইসলাম বলেন, ‘গ্রেপ্তার তিনজনই প্রাথমিক জিজ্ঞাসাবাদে মানসিক রোগী কালাম মৃধাকে পানিতে চুবিয়ে ও পিটিয়ে হত্যার কথা স্বীকার করেছে। তাদের বাকেরগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে।’

সংবাদ সম্মেলনে র‌্যাব আরও জানায়, অভিযুক্তরা বন্ধ্যাত্ব ও মানসিক রোগসহ বিভিন্ন রোগের চিকিৎসার নামে সাধারণ মানুষের সঙ্গে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছিল। তারা চিকিৎসার নামে রোগীদের কাছ থেকে টাকা, গরু-ছাগল, চাল, মুরগিসহ অন্যান্য জিনিসপত্র গ্রহণ করত।

আরও পড়ুন : দায়িত্ব পালনকালে সড়কে ঝরল পুলিশ সদস্যের প্রাণ

উল্লেখ্য, সম্প্রতি মানসিক ভারসাম্যহীন কালাম মৃধাকে (৪২) চিকিৎসা দেওয়ার জন্য তার স্বজনরা পটুয়াখালী থেকে বাকেরগঞ্জের আউলিয়াপুর গ্রামে ফকির রিয়াজের বাড়িতে আনেন। গত শুক্রবার (৩১ জানুয়ারি) জিন তাড়ানোর নামে কালাম মৃধাকে ১০১ বার পানিতে চুবানোর পাশাপাশি শারীরিক নির্যাতন করে অভিযুক্তরা। এতে কালাম মৃধার মৃত্যু হয়। পরে লাশ পার্শ্ববর্তী একটি বাগানে ফেলে পালিয়ে যায় তারা। এ ঘটনায় গত শনিবার (১ ফেব্রুয়ারি) বাকেরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন নিহত কালামের স্ত্রী। সবশেষে মঙ্গলবার অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়।

ওডি/আইএইচএন

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড