• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

কুষ্টিয়ায় দেড় কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি

  মিরপুর প্রতিনিধি, কুষ্টিয়া

০৪ ফেব্রুয়ারি ২০২০, ১৬:৫০
ফেনসিডিল
৪৭ বিজিবির উদ্যোগে ফেনসিডিলসহ বিপুল পরিমাণ মাদক ধ্বংস করা হয় (ছবি : দৈনিক অধিকার)

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় ৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের (বিজিবি) উদ্যোগে প্রায় দেড় কোটি টাকার মাদক ধ্বংস করা হয়েছে।

এ উপলক্ষে মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকালে শহীদ কর্নেল শামসুল আরেফিন হলে এক মাদকবিরোধী সভা অনুষ্ঠিত হয়।

সভায় ৪৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, দক্ষিণ-পশ্চিম রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জালাল গণি খান।

এছাড়া বিশেষ অতিথি ছিলেন- কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্নেল জিয়া সাদাত খান, ৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খালেকুজ্জামান, চুয়াডাঙ্গাস্থ বিজিবি হাসপাতালের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহরিয়ার আহমেদ, যশোর রিজিয়নের লজিস্টিক পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল আলম, কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লুৎফুন নাহার, অতিরিক্ত পুলিশ সুপার গোলাম সবুর প্রমুখ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন ৪৭ বিজিবির উপঅধিনায়ক মেজর আবু বিন ফয়সাল।

পরে কুষ্টিয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক শিরিন আক্তার, কুষ্টিয়া সেক্টরের জেনারেল স্টাফ অফিসার মেজর সৈয়দ আবু হাসান, বিএসবির কমান্ডার মেজর মামুন-অর-রশিদ, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. আকুল উদ্দিন প্রমুখের উপস্থিতিতে ১ কোটি ৩৭ লাখ ১৭ হাজার ৪৫০ টাকার মাদক ধ্বংস করা হয়।

আরও পড়ুন : সেনাবাহিনীতে চাকরির নামে প্রতারণা, চক্রের মূল হোতা গ্রেপ্তার

এ দিন ৪৭ বিজিবির আটককৃত ৫ হাজার ৯০৭ বোতল মদ, ৫ হাজার ৭৫ বোতল ফেনসিডিল, ৩৯২ কেজি গাঁজা, ৪৯ হাজার ৪ প্যাকেট ‘পাতার বিড়ি’, ৪৬ পিস ইয়াবা, ৩৭ বোতল বিষ ও বিভিন্ন প্রকার ১৬ হাজার ২০ পিস ট্যাবলেট ধ্বংস করা হয়।

ওডি/আইএইচএন

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড