• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

সিরাজগঞ্জে সংঘর্ষে আনসার সদস্য নিহত

  সিরাজগঞ্জ প্রতিনিধি

০৪ ফেব্রুয়ারি ২০২০, ১২:৪৮
সিরাজগঞ্জ
রায়গঞ্জ সদর হাসপাতাল (ছবি : দৈনিক অধিকার)

সিরাজগঞ্জের রায়গঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় এক আনসার সদস্য নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার নিশ্চিন্তপুর গ্রামে এই হতাহতের ঘটনা ঘটে।

নিহত আনসার সদস্য আব্দুল মতিন উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের প্রয়াত শাহজাহান আলীর ছেলে। আহতদের উদ্ধার করে প্রথমে রায়গঞ্জে পরে সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানান, উক্ত গ্রামের শহীদুল ইসলামের সঙ্গে সাবান আলীর ১০ শতক আবাদি জমি নিয়ে মামলা চলছিল। এরই জেরে মঙ্গলবার সকালে সাবান আলীর লোকজন দেশীয় অস্ত্র নিয়ে প্রতিপক্ষ শহীদুলের বাড়িতে হামলা চালায়। এ সময় কমপক্ষে ১৫ জন গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে রায়গঞ্জ হাসপাতালে নেওয়া হলে আনসার সদস্য আব্দুল মতিন মারা যান। পরে গুরুতর অন্যান্য আহতদের সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়। এনিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পঞ্চনন্দ সরকার জানান, ঘটনা জানার পরেই তিনি নিজেসহ অন্যান্য ফোর্স নিয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

ওডি/এমবি

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড