• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

টেকনাফে বন্দুকযুদ্ধে রোহিঙ্গা ডাকাত নিহত

  কক্সবাজার প্রতিনিধি

০৪ ফেব্রুয়ারি ২০২০, ০৯:২৩
কক্সবাজার টেকনাফ
বন্দুকযুদ্ধে ডাকাত নিহত (ছবি : প্রতীকী)

কক্সবাজারের টেকনাফে র‍্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে মো. ইলিয়াছ (৪০) নামে এক রোহিঙ্গা ডাকাত নিহত হয়েছেন। এ সময় একটি থ্রি কোয়ার্টারগান, একটি ওয়ান শ্যুটারগান ও চার রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) ভোরে টেকনাফের মুছনী রোহিঙ্গা ক্যাম্পের ২৬ নম্বর ক্যাম্পের পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ইলিয়াছ শীর্ষ রোহিঙ্গা ডাকাত দলের অন্যতম সদস্য। সে ২৬ নম্বর রোহিঙ্গা শিবিরে ডি-ব্লকে বসবাসকারী মো. শফিরের ছেলে।

অভিযানের সত্যতা নিশ্চিত করে টেকনাফ র‍্যাব-১৫ (সিপিসি-১) কোম্পানি কমান্ডার মির্জা শাহেদ মাহতাব জানান, গোপন সংবাদের মাধ্যমে র‍্যাব জানতে পারে টেকনাফের আলোচিত শালবাগান রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন এলাকায় শীর্ষ রোহিঙ্গা ডাকাত দলের বেশ কয়েকজন সদস্য ক্যাম্পের ভেতরে অপরাধ সংঘটিত করার জন্য অবস্থান নিয়েছে।

আরও পড়ুন : চীন ফেরত ছাত্রকে নিয়ে গৌরনদীতে করোনা ভাইরাস আতঙ্ক

সেই তথ্য অনুযায়ী র‍্যাবের একটি দল অভিযানে গেলে ডাকাত দলের সদস্যরা র‍্যাবের উপস্থিতি টের পেয়ে গুলিবর্ষণ করে। আত্মরক্ষার্থে র‍্যাবও পাল্টা গুলি চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর ঘটনাস্থলে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে র‍্যাব সদস্যরা ইলিয়াছকে উদ্ধার করে টেকনাফ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় র‌্যাবের তিন সদস্য আহত হয়েছেন বলে জানান তিনি।

ওডি/জেএস

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড