• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

গাজীপুরে সতীনকে ডেকে নিয়ে গলা টিপে হত্যা

  গাজীপুর প্রতিনিধি

০৩ ফেব্রুয়ারি ২০২০, ২২:৫১
হাসপাতাল
গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল (ছবি : সংগৃহীত)

গাজীপুরে এক রিকশাচালকের দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে প্রথম স্ত্রীকে মুঠোফোনে ডেকে নিয়ে গলা টিপে হত্যার অভিযোগ উঠেছে।

সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে মহানগরীর সদর থানাধীন পূর্ব চান্দনা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ওই গৃহবধূর নাম রোজিনা বেগম (৩৫)। তিনি শেরপুর জেলার সদর থানার দশানিবাজার এলাকার হাবিবুর রহমানের প্রথম স্ত্রী।

এ দিকে, সতীনকে হত্যার দায়ে হাবিবুরের দ্বিতীয় স্ত্রী সাথী আক্তারকে আটক করেছে পুলিশ।

স্থানীয়দের বরাতে গাজীপুর সদর থানার এসআই ফিরোজ উদ্দিন জানান, দ্বিতীয় স্ত্রী সাথী আক্তারকে সঙ্গে নিয়ে হাবিবুর গাজীপুর মহানগরীর পূর্ব চান্দনা এলাকার ভাড়া বাসায় থাকেন। তার প্রথম স্ত্রী রোজিনা বেগম সন্তানদের নিয়ে শেরপুরের গ্রামের বাড়ি দশানিবাজার এলাকায় থাকতেন। রোজিনা গ্রামের বাড়িতে থাকলেও তার বাবা-মা, ছোট ভাই ও স্বজনরা পূর্ব চান্দনা এলাকায় বসবাস করেন। এই সূত্রে সম্প্রতি তিনি গ্রামের বাড়ি থেকে পূর্ব চান্দনা এলাকায় তার বাবা-মায়ের কাছে বেড়াতে আসেন।

এ দিকে, রোজিনার গাজীপুরে আসার খবরে সাথী আক্তার তাকে মুঠোফোনে নিজ বাসায় ডেকে আনেন। এ সময় রোজিনা ও সাথীর মধ্যে দাম্পত্য নানা বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। এরই জেরে তারা হাতাহাতিতে জড়িয়ে পড়নে। একপর্যায়ে একে অপরের গলা টিপে ধরলে রোজিনা অচেতন হয়ে পড়ে। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক রোজিনাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় একটি মামলার প্রস্তুতি চলছে বলেও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে।

আরও পড়ুন : সাড়ে ৪ ঘণ্টা এসএসসি পরীক্ষা দিল ৯৮ শিক্ষার্থী!

এ ব্যাপারে গাজীপুর সদর থানার ওসি মো. আলমগীর ভূঁইয়া দৈনিক অধিকারকে জানান, প্রাথমিকভাবে জানা গেছে- দাম্পত্য কলহের জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। অভিযুক্ত সাথী আক্তারকে আটক করা হয়েছে। বিষয়টিতে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

ওডি/আইএইচএন

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড