• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

গাজীপুরে প্রশ্নপত্র ফাঁস চক্রের ২ সদস্য আটক

  গাজীপুর প্রতিনিধি

০৩ ফেব্রুয়ারি ২০২০, ২২:৩০
আটক
প্রশ্নপত্র ফাঁস চক্রের আটক ২ সদস্য (ছবি : দৈনিক অধিকার)

গাজীপুরের কালীগঞ্জ থেকে এসএসসি-২০২০ এর ভুয়া প্রশ্নপত্র ফাঁসকারী চক্রের সক্রিয় দুই সদস্যকে আটক করেছে র‍্যাব-১।

সোমবার (৩ ফেব্রুয়ারি) তাদের কালীগঞ্জ থেকে আটক করা হয় বলে র‍্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

আটককৃতরা হলো- কালীগঞ্জ উপজেলার জামালপুরের নগরপাড়া গ্রামের মো. মজিবুর রহমানের ছেলে মো. মাহবুব আলম (২৪) ও বাসাইর গ্রামের মৃত জীবন দাশের ছেলে দীপ্ত দাস (২৩)।

র‍্যাব জানায়, আটককৃতরা ফেসবুকে আকাশ খান নামে আইডি থেকে প্রশ্ন ফাঁসের প্রলোভন দেখিয়ে পোস্ট দিয়ে ছাত্রছাত্রীদের প্রতারিত করছে এবং ফেসবুক ম্যাসেঞ্জারসহ বিভিন্ন অ্যাপসের মাধ্যমে ভুয়া প্রশ্ন সরবরাহ করবে এই প্রলোভন দিয়ে বিপুল পরিমাণ টাকা বিকাশের মাধ্যমে হাতিয়ে নেওয়ার চেষ্টা করছিল।

আরও পড়ুন : ঠাকুরগাঁওয়ে ২০১৮ সালের প্রশ্নপত্রে পরীক্ষা!

র‍্যাব আরও জানায়, বিষয়টি র‍্যাবের সাইবার মনিটরিং ইউনিটের নজরে আসা মাত্র র‍্যাব-১ গাজীপুর ক্যাম্প ওই ফেসবুক ব্যবহারকারী এ চক্রের দুই সদস্যকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে আকাশ খান ফেসবুক আইডি, বিভিন্ন ছাত্র ছাত্রীদের সঙ্গে মেসেজ আদান প্রদান, বিকাশের মাধ্যমে টাকা আদান প্রদান, পাঁচটি মোবাইল ও সাড়ে ১২ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

ওডি/এএসএল

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড