• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

অস্ত্র মামলায় কুষ্টিয়ায় একজনের যাবজ্জীবন

  কুষ্টিয়া প্রতিনিধি

০৩ ফেব্রুয়ারি ২০২০, ১৬:০৫
আদালত
কুষ্টিয়া জেলা জজ আদালত (ছবি : দৈনিক অধিকার)

অস্ত্র মামলায় কুষ্টিয়ায় হাফিজুর রহমান ওরফে চতুর নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছেন আদালত।

সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে কুষ্টিয়ার জেলা জজ আদালতের স্পেশাল ট্রাইব্যুনালের বিচারক অরূপ কুমার গোস্বামী আসামির অনুপস্থিতে এই রায় ঘোষণা করেন।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত হাফিজুর রহমান ভেড়ামারা উপজেলার নওদাপাড়া গ্রামের আমীর হোসেনের ছেলে।

আদালত সূত্রে জানা যায়, ২০১১ সালের ২৩ ফেব্রুয়ারি ভেড়ামারা উপজেলার নওদাপাড়া গ্রাম থেকে একটি বিদেশি রিভলবারসহ হাফিজুর রহমান ওরফে চতুরকে আটক করে ডিবি পুলিশ। এ ঘটনায় ডিবি পুলিশের এসআই আব্দুল আলিম ভেড়ামারা থানায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা করেন। পরে আসামিকে জেলহাজতে পাঠানো হয়। পরবর্তীকালে জামিন নিয়ে কৌশলে গা ঢাকা দেয় হাফিজুর রহমান।

এ দিকে, ২০১১ সালের ১৬ মার্চ তদন্ত শেষে আদালতে চার্জশিট জমা দেয় পুলিশ। দীর্ঘ শুনানিতে সাক্ষ্য প্রমাণ যাচাই-বাছাই শেষে আদালত আসামি হাফিজুর রহমানকে ১৮৭৮ সালের অস্ত্র আইনে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

আরও পড়ুন : মুন্সীগঞ্জে ঋণের চাপ সইতে না পেরে বৃদ্ধের আত্মহত্যা

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট এ এস এম আসাদুজ্জামান মামুন যাবজ্জীবন কারাদণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

ওডি/আইএইচএন

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড