• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

ধর্ষণ শেষে শিশুছাত্রীকে হত্যা, সহপাঠীসহ এলাকাবাসীর প্রতিবাদ

  চুয়াডাঙ্গা প্রতিনিধি

০২ ফেব্রুয়ারি ২০২০, ২২:৪১
প্রতিবাদ
শিশুছাত্রী সুমাইয়াকে ধর্ষণের পর হত্যার ঘটনায় প্রতিবাদকালে তার সহপাঠীসহ স্থানীয়রা (ছবি : দৈনিক অধিকার)

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় শিশুছাত্রী সুমাইয়া খাতুনকে ধর্ষণ ও শ্বাসরোধে হত্যার প্রতিবাদে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। এ সময় নিহত সুমাইয়ার সহপাঠীসহ এলাকাবাসীরা ঘটনায় জড়িতদের ফাঁসির দাবি জানিয়ে মানববন্ধন ও সমাবেশ করেন।

রবিবার (২ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার পারকৃষ্ণপুর গ্রামের প্রধান সড়কে এই বিক্ষোভ সমাবেশ পালিত হয়।

বিভিন্ন সংগঠন ও এলাকার সাধারণ জনগণ ওই প্রতিবাদ সমাবেশে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন- পারকৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আরতী হালসোনা, পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম, দর্শনা সরকারি কলেজের সাবেক ভিপি হারুন-অর-রশিদ, চুয়াডাঙ্গা জেলা লোকমর্চার সভাপতি অ্যাডভোকেট আলমগীর হোসেন, পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম জাকারিয়া আলম প্রমুখ।

আরও পড়ুন : চুয়াডাঙ্গায় শিশুকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা

উল্লেখ্য, শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুর ১টার পর থেকে পারকৃষ্ণপুর গ্রামের কৃষক নাসির উদ্দীনের মেয়ে সুমাইয়া খাতুন নিখোঁজ হয়। পরে পরিবারের সদস্যরা সকল জায়গায় খুঁজেও তার সন্ধান পেতে ব্যর্থ হন। একপর্যায়ে রাত সাড়ে ১১টার দিকে গ্রামের একটি শিমের ক্ষেত থেকে ওই শিশুর বিবস্ত্র মরদেহ উদ্ধার করে পুলিশ।

ওডি/আইএইচএন

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড