• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

আশুলিয়ায় ধর্ষণচেষ্টার অভিযোগে যুবলীগ নেতা গ্রেপ্তার

  সাভার প্রতিনিধি, ঢাকা

০২ ফেব্রুয়ারি ২০২০, ২০:৫০
গ্রেপ্তার
গ্রেপ্তার সানোয়ার হোসেন (ছবি : দৈনিক অধিকার)

সাভারের আশুলিয়ায় এক নারীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মো. সানোয়ার হোসেন নামে এক ইউনিয়ন যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আশুলিয়া থানার পরিদর্শক (ওসি) মোহাম্মদ রিজাউল হক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, ২০১৯ সালের ২৯ জানুয়ারি আশুলিয়ার ভাদাইল এলাকার আলী আলাউদ্দীনের বাড়িতে ধর্ষণ চেষ্টার ঘটনা ঘটে। পরে ৩১ জানুয়ারি ভুক্তভোগী নারী আশুলিয়া থানায় অভিযোগ করলে আজ দুপুরে আশুলিয়ার পাবনার টেক এলাকা থেকে সানোয়ারকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার সানোয়ার হোসেন আশুলিয়ার পাবনার টেক এলাকার সাফর আলীর ছেলে। তিনি আশুলিয়া থানার ধামসোনা ইউনিয়নের যুবলীগের সাধারণ সম্পাদক।

অভিযোগ সূত্রে জানা গেছে, বেশ কয়েকদিন যাবৎ ভুক্তভোগী নারীকে উত্যক্ত করে আসছিল গ্রেপ্তার সানোয়ার।

গত ২০১৯ সালের ২৯ জানুয়ারি আশুলিয়ার ভাদাইল এলাকার এক বাড়িতে ভুক্তভোগী নারীকে ধর্ষণের চেষ্টা করেন সানোয়ারসহ আলামিন নামের এক যুবক। পরে এই বিষয়ে ওই নারী আশুলিয়া থানায় অভিযোগ করতে আসলে সানোয়ারসহ কয়েকেজন ব্যক্তি তাকে থানায় আসতে বাধা প্রদান করে। এছাড়া তাকে প্রাণনাশেরও হুমকি প্রদান করে।

আরও পড়ুন : আশুলিয়ায় ৯ জুয়াড়ি আটক

এ বিষয়ে আশুলিয়া থানার পরিদর্শক (ওসি) মোহাম্মদ রিজাউল হক জানান, আমরা অভিযোগের ভিত্তিতে সানোয়ার নামে একজনকে আটক করেছি। তার বিরুদ্ধে ভুক্তভোগী নারী থানায় একটি মামলাও করেছে। সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আসামিকে আদালতে পাঠানো হবে। এছাড়া বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

ওডি/এএসএল

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড