• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

আবরার হত্যা: খুনি ছেলের শোকে মারা গেলেন বাবা

  রাজবাড়ী প্রতিনিধি

০২ ফেব্রুয়ারি ২০২০, ১৮:৫৭
ইফতি
জেলে থাকা ছেলে ইফতি এবং তার মায়ের আহাজরি ( ছবি : সম্পাদিত )

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলার আসামি ইফতি মোশাররফ সকালের বাবা মোশাররফ হোসেন স্ট্রোক করে মারা গেছেন। তার ছেলে ইফতি আবরার হত্যা মামলার ৫ নম্বর আসামি।

রাজবাড়ী আঠাশ কলোনী এলাকার বাসিন্দা ও নিহতের প্রতিবেশি মোকসেদুল আলম মমিন জানান, শনিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় হঠাৎ অসুস্থবোধ করেন ইফতির বাবা মোশাররফ। পরে তিনি নিজেই রাজবাড়ী সদর হাপাতালে গিয়ে ভর্তি হন। এরপর মধ্যরাতে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে রাত ৩টার দিকে হাসপাতালের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

রবিবার বিকাল ৫টার দিকে তার জানাজা শেষে রাজবাড়ী পৌরসভার আটাশকলোনির কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।

মৃত মোশাররফ হোসেন (৪৫) রাজবাড়ী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ধুনচি গ্রামের আটাশকলোনি এলাকার বাসিন্দা।

এদিকে স্বামীর মৃত্যুতে পাগলপ্রায় রাবেয়া বেগম। তিনি স্বামীর জন্য বিলাপ করছেন আর বলছেন, ‘ছেলে জেলে, স্বামীও চলে গেল। এখন আামি কী করব।’

আরও পড়ুন: নববধূ সেজে অপেক্ষা তরুণীর, দিনশেষেও এলো না বর

উল্লেখ্য, গত বছরের ৬ অক্টোবর রাতে বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকে শেরেবাংলা হলের ২০১১ নম্বর কক্ষে ডেকে নিয়ে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে ছাত্রলীগ নেতাকর্মীরা। পরে তার লাশ সিঁড়িতে ফেলে রাখা হয়। নৃশংস এ হত্যা মামলায় ২৫ জনকে আসামি করে আদালতে চার্জশিট দেয় পুলিশ। ওই মামলায় ৫ নম্বর আসামি হলেন নিহতের ছেলে ইফতি মোশাররফ সকাল।

ওডি/এসএএফ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড