• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

চাঁপাইনবাবগঞ্জে মাদকের মামলায় একজনের ১২ বছরের কারাদণ্ড

  চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

০২ ফেব্রুয়ারি ২০২০, ১৬:২০
কারাদণ্ড
মাদকের মামলায় কারাদণ্ডপ্রাপ্ত মো. স্বপন আলী (ছবি : দৈনিক অধিকার)

মাদকের মামলায় চাঁপাইনবাবগঞ্জে মো. স্বপন আলী (৪০) নামে এক ব্যক্তিকে ১২ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

রবিবার (২ ফেব্রুয়ারি) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. শওকত আলী আসামির উপস্থিতিতে এই রায় দেন।

কারাদণ্ডপ্রাপ্ত স্বপন আলী চাঁপাইনবাবগঞ্জ পৌর শহরের আজাইপুর দক্ষিণপাড়া মহল্লার মৃত মমিন উদ্দিনের ছেলে।

অতিরিক্ত সরকারি কৌঁসুলি আঞ্জুমান আরা দৈনিক অধিকারকে জানান, ২০১৮ সালের ২০ জানুয়ারি র‌্যাবের একটি দল শহরের কোর্ট চত্বর এলাকায় একটি অটোবাইকে তল্লাশি করে ২ হাজার ৪৪০ পিস ইয়াবাসহ স্বপনকে আটক করে। এ ঘটনায় র‌্যাবের উপপুলিশ পরিদর্শক ঠাকুর দাস রায় ইয়াবাসহ আটক স্বপন আলীকে আসামি করে নবাবগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা করেন।

পরে মামলার তদন্তকারী কর্মকর্তা উপপুলিশ পরিদর্শক রনি সাহা ২০১৮ সালের ১৯ মার্চ স্বপনকে একমাত্র আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

আরও পড়ুন : ভারতীয় পাগলা মহিষের তাণ্ডবে জীবন গেল বৃদ্ধার

দীর্ঘ শুনানিতে সাক্ষ্য-প্রমাণ যাচাইয়ের পর বিচারক স্বপন আলীকে দোষী সাব্যস্ত করে ১২ বছরের কারাদণ্ডে দণ্ডিত করেন।

ওডি/আইএইচএন

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড