• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

‘কৃষকলীগ কখনো ক্যাসিনো কেলেঙ্কারিতে যুক্ত ছিল না’

  ঈশ্বরদী প্রতিনিধি, পাবনা

০২ ফেব্রুয়ারি ২০২০, ১৫:৪৫
সমাবেশ
পাবনা জেলা কমিটির বর্ধিত সভা ও কৃষক সমাবেশে বক্তব্যকালে কৃষিবিদ সমীর চন্দ্র চন্দ (ছবি : দৈনিক অধিকার)

কৃষকলীগের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ সমীর চন্দ্র চন্দ বলেছেন, ‘কৃষকলীগ কখনো ক্যাসিনো কেলেঙ্কারিতে যুক্ত ছিল না। কৃষকলীগ নেতারা চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত থাকে না।’

রবিবার (২ ফেব্রুয়ারি) দুপুরে ঈশ্বরদী উপজেলার ডাল গবেষণা কেন্দ্র মিলনায়তনে কৃষকলীগের পাবনা জেলা কমিটির বর্ধিত সভা ও কৃষক সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

কৃষিবিদ সমীর চন্দ্র চন্দ বলেন, ‘কৃষকলীগকে সুসংগঠিত করার মাধ্যমে আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করব। তাই মুজিববর্ষে কৃষকলীগের অঙ্গীকার- বঙ্গবন্ধুর সোনার বাংলার।’

জেলা সভাপতি শহীদুর রহমান শহীদের সভাপতিত্বে এই বর্ধিত সভা, সংবর্ধনা ও কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি আব্দুল লতিফ তারিন, উপজেলা চেয়ারম্যান নূরুজ্জামান বিশ্বাস, সুগার ক্রপের মহাপরিচালক ড. আমজাদ হোসেন, আঞ্চলিক কৃষি ও ডাল গবেষণার পরিচালক রইছ উদ্দিন চৌধুরী, কৃষকলীগের ঈশ্বরদী উপজেলার আহ্বায়ক ফজলুর রহমান মালিথা, যুগ্ম আহ্বায়ক মুরাদ মালিথা প্রমুখ।

আরও পড়ুন : ঢাকাবাসীর ‘পরীক্ষায় সফল’ ইভিএম : ১৪ দল

সংবর্ধনা অনুষ্ঠানে বঙ্গবন্ধু জাতীয় পদকপ্রাপ্ত ঈশ্বরদীর ১৪ জন কৃষককে সম্মাননা প্রদান করা হয়।

ওডি/আইএইচএন

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড