• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

নড়াইলে দুই পক্ষের সংঘর্ষে আহত ১০, আটক ৮

  নড়াইল প্রতিনিধি

০১ ফেব্রুয়ারি ২০২০, ১৯:৩৪
সংঘর্ষ
ভাঙচুর করা বাড়ি (ছবি : দৈনিক অধিকার)

নড়াইলের লোহাগড়ার গন্ডব ও চালিঘাট গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে মহিলাসহ অন্তত ১০ জন আহত হয়েছে। সংঘর্ষের জের ধরে একাধিক বাড়ি ও দোকানঘর ভাঙচুর করে মালামাল লুটপাটের অভিযোগ রয়েছে। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দেশীয় অস্ত্রসহ আটজনকে আটক করেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কাশিপুর ইউনিয়নের গন্ডব ও চালিঘাট গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে জেলা পরিষদ সদস্য শেখ সুলতানুজ্জামান বিপ্লব ও ছলেমান মেম্বর গ্রুপের সঙ্গে প্রতিপক্ষ মিরাজ মোল্যা ও মোস্ত মোল্যা গ্রুপের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বিরোধের জের ধরে শুক্রবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় দেশীয় অস্ত্র নিয়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এ সময় ছলেমান মেম্বর, জিরু শেখসহ অন্তত ১০ জন আহত হয়। এরপর শুক্রবার রাত ১১টার দিকে প্রতিপক্ষরা কয়েকটি বাড়ি ও দোকান ভাঙচুর করে বলে অভিযোগ ওঠে। আহতদের লোহাগড়া ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে ।

লোহাগড়া থানার ওসি মো. আলমগীর হোসেন জানান, শনিবার (১ ফেব্রুয়ারি) বিকালে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আটজনকে আটক করা হয়েছে। এ সময় ১২টি শড়কি, নয়টি ঢাল, সাতটি ছোরা-চাপাতি উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন : কুড়িগ্রামে বিএসএফের গুলিতে যুবক নিহত

এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে আছে বলেও জানান তিনি।

ওডি/এএসএল

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড