• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

রাঙ্গামাটিতে অস্ত্র ও গুলিসহ আটক ২

  রাঙ্গামাটি প্রতিনিধি

০১ ফেব্রুয়ারি ২০২০, ১৮:৫৪
আটক
আটক অস্ত্র কারবারি এবং গুলি (ছবি : দৈনিক অধিকার)

রাঙ্গামাটিতে অস্ত্র, গুলি ও নগদ টাকাসহ দুই অস্ত্র কারবারিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৭)।

শুক্রবার (৩১ জানুয়ারি) মধ্য রাতে শহরের ভেদভেদি পশ্চিম মুসলিম পাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃত অস্ত্র কারবারিরা হলেন- মোহাম্মদ হোসেন (৫৩) ও মো. মমতাজ আহম্মদ (৫৮)।

এ সময় আটককৃত অস্ত্র ব্যবসায়ীদের কাছ থেকে ৩৮০ রাউন্ড ৭.৬৫এমএম পিস্তলের গুলি,৫ রাউন্ড শর্ট গানের গুলি এবং ১০৯টি সীসাবল উদ্ধার করা হয়েছে।

র‌্যাব-৭ এর (চট্টগ্রাম চান্দগাঁও) অধিনায়ক কাজি মো. তারেক আজিজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার মধ্যরাতে রাঙ্গামাটি পার্বত্য জেলা শহরের ভেদভেদি এলাকায় অভিযান চালিয়ে মোহাম্মদ হোসেন ও মমতাজ আহম্মদ নামের দুই অস্ত্র কারবারিকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে অস্ত্র, গুলি ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে। আটককৃতদের অস্ত্র গুলিসহ চট্টগ্রাম র‌্যাব-৭ এ নিয়ে যায়।

তিনি আরও জানান, আটককৃত ব্যক্তিরা এর আগেও পাহাড়ের আঞ্চলিক রাজনৈতিক দলের সন্ত্রাসীদের কাছে একাধিকবার অস্ত্র গুলি বিক্রি করার খবর পাওয়া গেছে। বর্তমানে তাদের আটকের পর আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন : গাইবান্ধায় ফেনসিডিল ও ২ নারীসহ আটক ৩

তবে এ ব্যাপারে কিছুই জানেন না বলে জানিয়েছেন কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মো. জাহেদুল হক রনি।

ওডি/এএসএল

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড