• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

গাইবান্ধায় ফেনসিডিল ও ২ নারীসহ আটক ৩

  গাইবান্ধা প্রতিনিধি

০১ ফেব্রুয়ারি ২০২০, ১৮:৩৮
ফেনসিডিল
ফেনসিডিলসহ আটক তিন মাদক কারবারি (ছবি : দৈনিক অধিকার)

বিপুল পরিমাণ ফেনসিডিল ও দুই নারী মাদক কারবারীসহ তিনজনকে আটক করেছে গাইবান্ধা ডিবি পুলিশ।

শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে আটকের বিষয়টি নিশ্চিত করে জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান।

এর আগে শুক্রবার (৩১ জানুয়ারি) দিবাগত রাতে জেলার গোবিন্দগঞ্জ উপজেলার কোমরপুর বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

মাদক কারবারিরা হলো- দিনাজপুর জেলার ফুলবাড়ি উপজেলার রামচন্দ্রপুর গ্রামের আফজাল হোসেনের স্ত্রী মাহমুদা বেগম (৬০), একই গ্রামের মারুফ মিয়ার স্ত্রী আলফাতুন বেগম সুমি (২৮) এবং রবিউল ইসলাম একই উপজেলার ঝাঝিরা গ্রামের মৃত মমতাজ আলীর ছেলে।

আরও পড়ুন : টাঙ্গাইলে নিজ স্কুলেই খুন হলেন শিক্ষক

ডিবি পুলিশের ওসি দৈনিক অধিকারকে জানান, গোয়েন্দা পুলিশের সাব ইন্সপেক্টর সফিউল ইসলাম ও সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দগঞ্জ উপজেলার কোমরপুর বাজার এলাকায় একটি ইজিবাইক (অটো) আটক করে। অটোতে তল্লাশি চালিয়ে একটি বেগুনের বস্তা পাওয়া যায়। অটোতে থাকা বেগুন ভর্তি বস্তার ভেতরে লুকিয়ে রাখা ৪১৭ বোতল ফেনসিডিলসহ তাদের আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে উল্লেখ্য করেন ডিবির ওসি।

ওডি/এএসএল

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড