• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

মুক্তিযুদ্ধকালীন মর্টার শেলের সন্ধান

  পঞ্চগড় প্রতিনিধি

৩১ জানুয়ারি ২০২০, ২১:১৩

পঞ্চগড়ে নদী খননকালে মুক্তিযুদ্ধের সময়কার একটি মর্টার শেল উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৩১ জানুয়ারি) দুপুরে জেলার সদর উপজেলার অমরখানা এলাকাধীন চাওয়াই নদী খননকালে ওই মর্টার শেলটি উদ্ধার করা হয়।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, শুক্রবার অমরখানা এলাকার চাওয়াই নদী খননের সময় স্থানীয়রা একটি মর্টার শেল দেখতে পায়। পরে অমরখানা বিজিবি ক্যাম্পের সদস্যরা এসে থানায় খবর দেয়। এরপর সদর থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল থেকে ওই মর্টার শেলটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

পঞ্চগড়ের পুলিশ পরিদর্শক ভবেশ চন্দ্র রায় দৈনিক অধিকারকে জানান, নদী খননকাজে ব্যবহৃত মেশিন দিয়ে বালু উত্তোলনের সময় মর্টার শেলটি পানিতে ভেসে ওঠে। ১৯৬২ সালে ওই মর্টার শেলটি তৈরি করা হয়। তবে সেটি কোন দেশের তা জানা যায়নি।

তিনি বলেন, এটি নিষ্ক্রিয় নাকি সক্রিয় তা এখন বলা যাচ্ছে না। সামরিক বাহিনীর বোমা নিষ্ক্রিয়কারী দলকে ইতোমধ্যে বিষয়টি জানানো হয়েছে। তারা এলেই বিষয়টি পরিষ্কার হবে।

আরও পড়ুন : পুলিশের চোখ ফাঁকি দিয়ে লাশ গুম, গ্রেপ্তার ১

তিনি আরও বলেন, পঞ্চগড়ের অমরখানা এলাকায় পাক সেনাদের শক্ত ঘাঁটি ছিল। চাওয়াই নদীর পাড়ে মুক্তি বাহিনীর সঙ্গে পাক সেনাদের বার বার সম্মুখ যুদ্ধ সংঘটিত হয়েছিল। মর্টার শেলটি ওই সময় ব্যবহৃত হয়েছে বলে ধারণা করছে পুলিশ।

ওডি/আইএইচএন

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড