• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

বগুড়া প্রেসক্লাবের নতুন সভাপতি নয়ন, সম্পাদক আরিফ

  বগুড়া প্রতিনিধি

৩১ জানুয়ারি ২০২০, ১৮:৫৪
মাহমুদুল আলম নয়ন সভাপতি ও আরিফ রেহমান সাধারণ সম্পাদক
সভাপতি মাহমুদুল আলম নয়ন ও সাধারণ সম্পাদক আরিফ রেহমান (ছবি : দৈনিক অধিকার)

ঐতিহ্যবাহী বগুড়া প্রেসক্লাব নির্বাচনে মাহমুদুল আলম নয়ন সভাপতি ও আরিফ রেহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দিনভর ভোটগ্রহণ শেষে রাতে ফলাফল ঘোষণা করে নির্বাচন পরিচালনা কমিটি।

এর আগে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ করা হয়। ১৯৬ জন সদস্যর মধ্যে ১৮৭জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এতে সভাপতি পদে ১০৮ ভোট পেয়ে নির্বাচিত হন দৈনিক জনকণ্ঠের স্টাফ রিপোর্টার মাহমুদুল আলম নয়ন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি রেজাউল হাসান রানু পেয়েছেন ৭৩ ভোট। সাধারণ সম্পাদক পদে ৭৫ ভোট পেয়ে নির্বাচিত হন আরিফ রেহমান (এসএ টিভি)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি সুমনা রায় পেয়েছেন ৭০ ভোট (চাঁদনী বাজার)।

নির্বাচনে নয়ন-আরিফ প্যানেলের বিজয়ী অন্যরা হলেন সহ-সভাপতি তিনটি পদে আব্দুস সালাম বাবু (আলো প্রতিদিন, প্রতিদিনের সংবাদ,) আব্দুল মোত্তালিব মানিক (কালের খবর), এস.এম কাওছার (সমকাল), যুগ্ম সম্পাদক পদে সাজেদুর রহমান সিজু, (আলো প্রতিদিন) সাজ্জাদ হোসেন পল্লব (প্রভাতের আলো), দপ্তর সম্পাদকের পদে শফিউল আযম কমল (জনকণ্ঠ), কোষাধ্যক্ষ পদে কমলেশ মহন্ত সানু (বৈশাখী টিভি), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে মেহেরুল সুজন (যমুনা টিভি), ক্রীড়া সম্পাদক পদে ইলিয়াস হোসেন (ভোরের দর্পণ), পাঠাগার সম্পাদক পদে এইচ আলিম (বণিক বার্তা)।

এ ছাড়া কার্যনির্বাহী সদস্যের ৯টি পদে জেএম রউফ, তানসেন আলম, মিলন রহমান, প্রদীপ ভট্টাচার্য্য শংকর, আবদুর রহিম, ইনছান আলী শেখ, লতিফুল করিম, ফরহাদুজ্জামান শাহী, প্রবীর মহন্ত নির্বাচিত হয়েছেন। নির্বাহী পরিষদের ২১ টি পদের মধ্যে সভাপতি সাধারণ সম্পাদকসহ ১৯টি পদে নয়ন-আরিফ প্যানেল বিজয়ী হয়েছেন। কার্যনির্বাহী ৯টি পদের মধ্যে দুটি পদে অন্য প্যানেলের সদস্যরা নির্বাচিত হয়েছেন।

আরও পড়ুন : ঝিনাইদহে নারিকেল গাছ চাপা পড়ে শ্রমিকের মৃত্যু

বগুড়া প্রেস ক্লাব নির্বাচনে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন দৈনিক করতোয়া সম্পাদক মোজাম্মেল হক, সদস্য ছিলেন বগুড়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আমজাদ হোসেন মিন্টু ও শফিউল আযম কমল।

ওডি/ এফইউ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড