• শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

গভীর রাতের অভিযানে ধরা পড়ল ৩ বনদস্যু

  কাপ্তাই প্রতিনিধি, রাঙ্গামাটি

৩১ জানুয়ারি ২০২০, ১৬:২৮
আটক
গভীর রাতের অভিযানে আটক তিন বনদস্যু (ছবি : দৈনিক অধিকার)

রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় গভীর রাতে অভিযান চালিয়ে তিনজন বনদস্যুকে আটক করেছে বন বিভাগের টহল দল।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাতে উপজেলার কর্ণফুলী রেঞ্জের সৃজিত হরিণছড়া নামক সেগুন বাগান থেকে তাদের আটক করা হয়।

আটক বনদস্যুরা হলো- মো. বাচচা মিয়ার ছেলে জাহাঙ্গীর আলম (৩২), আবুল হাসেমের ছেলে মোজাহারুল ইসলাম (২৬) এবং মানিরন তংচংগ্যার ছেলে দিলিপ তংচংগ্যা (৩৫)।

কর্ণফুলী রেঞ্জের খালের মুখ এলাকার বন কর্মকর্তা মনিরুল ইসলাম আনসারী জানান, রেঞ্জ কর্মকর্তা গঙ্গা প্রসাদ চাকমার নেতৃত্বে কর্ণফুলী বন কর্মকর্তা শাহিন মিয়াসহ বনরক্ষকরা বৃহস্পতিবার গভীর রাতে টহল দিয়ে গাছ কাটার সময় ওই তিনজন বনদস্যুকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ৮৫ ঘনফুটের সেগুন কাঠসহ গাছ কাটার করাত উদ্ধার করা হয়।

আরও পড়ুন : ৯ ফুট উচ্চতার গাঁজা গাছসহ মাদক কারবারি আটক

এ ঘটনায় তাদের বিরুদ্ধে রাঙ্গামাটি চীফ জুডিশিয়াল আদালতে বন আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানিয়েছেন কর্ণফুলী রেঞ্জের এই বন কর্মকর্তা।

ওডি/আইএইচএন

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড