• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

সৌদিতে নিহত কাউসারের বাড়িতে শোকের মাতম

  নরসিংদী প্রতিনিধি

৩০ জানুয়ারি ২০২০, ২১:১৬
নিহতের গ্রামের বাড়িতে শোকের মাতম
নিহতের গ্রামের বাড়িতে শোকের মাতম (ছবি : দৈনিক অধিকার)

সৌদি আরবের জেদ্দা শহরে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন বাংলাদেশি যুবক কাউসার। কাউসারের গ্রামের বাড়ি নরসিংদীর মনোহরদী উপজেলার উত্তর কাচিকাটা গ্রামে চলছে শোকের মাতম। একমাত্র ছেলেকে হারিয়ে কাউসারের মা রাবেয়া খাতুন বার বার মূর্ছা যাচ্ছেন।

গত বুধবার (২৯ জানুয়ারি) স্থানীয় সময় দুপুরে সৌদি আরবের জেদ্দা শহরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি নিহত হন।

নিহত অন্য দুইজন হলো- টাঙ্গাইলের আল-আমিন এবং ময়মনসিংহের গফরগাঁও উপজেলার শাকিল। তারা সকলেই জেদ্দার ইয়ামাম কম্পানিতে পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কাজ করত বলে জানা যায়।

নিহতের পরিবারের সদস্য ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, দেড় বছর আগে পরিবারের হাল ধরার জন্য সৌদি আরবে পাড়ি জমান কাউসার। সেখানে বুধবার সড়ক দুর্ঘটনায় মারা যান কাউসার। কাউসারের বাবা কাজল মিয়াও ১৫ বছর আগে সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মারা যান।

১৫ বছর আগে সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় স্বামী কাজল মিয়াকে হারানোর পর একমাত্র ছেলে কাউসারকে নিয়ে আশায় বুধ বাঁধেন কাউসারের মা রাবেয়া। কিন্তু ১৫ বছর পর সেই সৌদি আরবেই সড়ক দুর্ঘটনায় একমাত্র ছেলেকে হারিয়ে নিঃস্ব হরে পড়ে রাবেয়া। ছেলে হারানোর শোকে মূর্ছা যাচ্ছেন বারবার। একমাত্র ছেলের মুখটি শেষবারের মতো দেখতে এবং পারিবারিক কবরস্থানে দাফন করতে সরকারের সহযোগিতা কামনা করেন মা রাবেয়া এবং নিহতের স্বজনরা।

আরও পড়ুন : ৬টি কয়েল কারখানায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

এ দিকে, কাউছারের মৃত্যুতে এলাকায় নেমে আসে শোকের ছায়া। একমাত্র ছেলে হারানো বিধবা মাকে সান্ত্বনা দিতে বাড়িতে ভিড় করছেন বিভিন্ন এলাকার লোকজন।

ওডি/ এফইউ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড