• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

দিনাজপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, কারাগারে ভুয়া ডাক্তার

  দিনাজপুর প্রতিনিধি

৩০ জানুয়ারি ২০২০, ১৭:০৭
দিনাজপুর
ভুয়া ডাক্তার (ছবি : দৈনিক অধিকার)

দিনাজপুরের বীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক ভুয়া ডাক্তারকে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে বীরগঞ্জ ক্লিনিক সংলগ্ন লাইফ কেয়ারে অভিযান চালিয়ে ভুয়া ডাক্তারকে এ দণ্ড প্রদান করেন।

অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়ামিন হোসেন। এ সময় ওই ভুয়া ডাক্তারের ব্যবহৃত বীরগঞ্জ ও গোলাপগঞ্জের দুইটি চেম্বার সিলগালা করে দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্তের নাম মো. তাজুল ইসলাম (৩২)। সে উপজেলার মরিচা ইউনিয়নের মাহাতাবপুর গ্রামের মো. সিদ্দিকুল্লাহর ছেলে।

উল্লেখ্য, ভুয়া ডাক্তারি সনদপত্র নিয়ে দীর্ঘ দিন থেকে রোগীদের ভুয়া চিকিৎসা প্রদান করে আসছেন। গোপন সংবাদের ভিত্তিতে বীরগঞ্জ থানা পুলিশের সহযোগিতা নিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী অফিসার তাকে আটক করে দুই বছরের কারাদণ্ড প্রদান করেন।

ওডি/এমবি

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড