• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

নৈশ প্রহরীর লালসার শিকার মাদরাসা ছাত্র

  বাগেরহাট প্রতিনিধি

৩০ জানুয়ারি ২০২০, ১৬:২৭
আল হেরা আলিম মাদরাসা
আল হেরা আলিম মাদরাসা ও এতিমখানা ( ছবি : দৈনিক অধিকার )

বাগেরহাটের ফকিরহাট উপজেলার পিলজংগ ইউনিয়নে এক মাদরাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগ উঠেছে নৈশ প্রহরীর বিরুদ্ধে। অভিযুক্তের নাম শাহ আলম।

এ ঘটনায় বুধবার (২৯ জানুয়ারি) রাতে ওই মাদরাসা ছাত্রের মা বাদী হয়ে ফকিরহাট থানায় মামলা দায়ের করেন।

এর আগে গত ২৪ জানুয়ারি রাতে বলাৎকারের ঘটনা ঘটে।

অভিযুক্ত শাহ আলম খুলনার রুপসা উপজেলার রামনগর গ্রামের মো. শামসুর রহমানের ছেলে।

ভুক্তভোগী ছাত্রের পরিবার সূত্রে জানা যায়, গত ২৪ জানুয়ারি রাতে ওই ছাত্রকে ঘুমন্ত অবস্থায় মাদরাসার নৈশ প্রহরী শাহ আলম বলাৎকার করে। এ সময় ওই ছাত্র চিৎকার করলে পাশে থাকা তার সহপাঠীরা বিষয়টি টের পায়। পরে পালিয়ে যায় শাহ আলম। ঘটনার পরদিন সকালে বিষয়টি ওই ছাত্র তার এক সহপাঠীকে জানায়। পরে ওই সহপাঠী বিষয়টি তাদের বোর্ডিং পরিচালক জোহরা বেগমকে জানায়। এ সময় বোর্ডিং পরিচালক জোহরা বেগম ভুক্তভোগী ওই ছাত্রকে বিষয়টি কাউকে না জানাতে ভয়ভীতি দেখায়। পরে জোহরা বেগম নৈশ প্রহরী মো. শাহ আলমকে পালিয়ে যেতে সহযোগিতা করেন বলে অভিযোগ করেন ভুক্তভোগীর পরিবার।

ওই ছাত্রের মা জানান, আমার ছেলের সঙ্গে যে অপকর্ম করেছে এবং যে পালিয়ে যেতে সাহায্য করেছে তাদের কঠোর শাস্তি দাবি করছি।

বিষয়টি নিয়ে গণমাধ্যমকর্মীরা ওই মাদরাসায় গেলে মাদ্রাসার শিক্ষক ও কর্মকর্তারা সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার করেন এবং ওই ছাত্রসহ তাদের সহপাঠীদের একটি রুমে আটকে রাখা হয়। এছাড়া সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে মাদরাসার বোর্ডিং পরিচালক জোহরা বেগম পালিয়ে যায় এবং তার মুঠোফোন বন্ধ করে রাখে।

আরও পড়ুন: করোনা ভাইরাস শনাক্তে দর্শনা চেকপোস্টে মেডিকেল ক্যাম্প

মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল মান্নান শেখ জানান, বিষয়টি সম্পর্কে আমি জানি। কিন্তু ব্যস্ততার কারণে ব্যবস্থা গ্রহণ করতে পারিনি।

ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ মো. খায়রুল আনাম জানান, এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এই ঘৃণিত কাজের সঙ্গে সম্পৃক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ওডি/এসএএফ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড