• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

পাওনাদারের চাপে অতিষ্ঠ হয়ে ট্রেনের নিচে পড়ে আত্মাহুতি

  যশোর প্রতিনিধি

২৯ জানুয়ারি ২০২০, ২২:২৯
ব্যবসায়ীর মৃত্যু
ট্রেনে কাটা পড়ে নিহত ব্যবসায়ী (ছবি : দৈনিক অধিকার)

যশোরে পাওনাদারদের টাকা চাওয়ায় অতিষ্ঠ হয়ে রেল লাইনে মাথা রেখে প্রাণ দিলেন সিরাজুল ইসলাম সিরাজ (৫০) নামে এক মোটরপার্টস ব্যবসায়ী।

চলন্ত ট্রেনের নিচে কাটা পড়ে নিহত ওই ব্যবসায়ী যশোর শহরের মিশনপাড়া এলাকার বাসিন্দা।

বুধবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় যশোরের খয়েরতলা এলাকার রেল ক্রসিংয়ে খুলনাগামী মহানন্দা এক্সপ্রেসের নিচে কাটা পড়েন তিনি।

নিহতের আত্মীয় ইমরান হোসেন পিংকু জানান, সিরাজের হাতে ভাই, ভাইপো ও ছেলে তিনজনের মোবাইল নম্বরসহ একটি চিরকুট লেখা ছিল। মোবাইল নম্বর দিয়ে মৃত্যুর পর বাড়িতে খবর দেওয়ার জন্য চিরকুটে উল্লেখ করেছিলেন ব্যবসায়ী সিরাজুল ইসলাম সিরাজ। তিনি একাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে বিভিন্ন সময় ঋণ নিয়েছিলেন। এখন পাওনাদার টাকা চাওয়ায় তিনি অতিষ্ঠ হয়ে ট্রেনের নিচে মাথা দিয়ে আত্মহত্যা করেছেন।

আরও পড়ুন : ফরিদপুরে স্কুলছাত্রীকে গণধর্ষণের মামলায় গ্রেপ্তার ৩

যশোর রেলস্টেশন জিআরপি পুলিশের এসআই তারিকুল ইসলাম ব্যবসায়ীর মৃত্যু নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে রেলওয়ে ফাঁড়িতে আনা হয়। তার হাতে চিরকুট লেখা থাকায় ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। তবে তদন্ত ছাড়া এটা হত্যা না কি আত্মহত্যা সেটা নিশ্চিত করে বলা যাচ্ছে না।

ওডি/এএসএল

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড