• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

ইলিশের আধা দাম, সাইজও বড়

  লক্ষ্মীপুর প্রতিনিধি

২৯ জানুয়ারি ২০২০, ১৯:২৬
নদী
নদীতে ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে ইলিশ (ছবি : সংগৃহীত)

মেঘনায় জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে প্রচুর ইলিশ মাছ ধরা পড়ছে। গত চার দিন ধরে বিপুল পরিমাণে ইলিশ ধরা পড়ায় লক্ষ্মীপুরের জেলেদের মুখে হাসি ফুটেছে। অসময়ে বাজারে ইলিশের সরবরাহ বাড়ায় আগের চেয়ে দাম অনেক কমেছে। এখন ৫০০-৬০০ গ্রাম ওজনের এক হালি ইলিশ মাছ ১ হাজার টাকা দরে বিক্রি হচ্ছে। স্থানীয়রা জানান, এক সপ্তাহ আগেও এই সাইজের এক হালি ইলিশ মাছের দাম দ্বিগুণ ছিল।

লক্ষ্মীপুর জেলা মৎস্য কর্মকর্তা বিল্লাল হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- গত চার দিনে প্রায় আড়াই শ মেট্রিক টন ইলিশ ধরা পড়েছে। তিনি এটাও জানিয়েছেন যে, চূড়ান্ত হিসাব করতে আরও কয়েকটা দিন সময় লাগবে।

রায়পুর উপজেলার চরবংশী গ্রামের আবদুল আজিজ নামের এক জেলে বলেন, শীতের সময় নদীতে কম ইলিশ ধরা পড়ে। সোমবার (২৭ জানুয়ারি) রাতে মেঘনা নদীর কাটাখালী এলাকায় জাল ফেলেছিলেন তিনি। ঘণ্টা দুই পরে দেখেন পুরো জালে ইলিশ মাছ ভর্তি। এরপর ইলিশগুলো কাটাখালী আড়তে ৩০ হাজার টাকা বিক্রি করেন। বিগত পাঁচ বছরে শীতকালে এত পরিমাণ ইলিশ মাছ ধরা পড়তে দেখেননি বলেও জানান তিনি।

জানা গেছে, মেঘনা নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করেন এ জেলার প্রায় ৫০ হাজার জেলে পরিবার। অসময়ে মেঘনায় ইলিশ ধরা পড়ায় এসব জেলে পরিবারের লোকজন খুশি।

আরও পড়ুন : ঢাকায় মোটরসাইকেল চলবে না ৫৪ ঘণ্টা

লক্ষ্মীপুর সদর উপজেলার মজু চৌধুরীর ঘাটের মৎস্য ব্যবসায়ী জহির মিয়া জানান, বুধবার (২৯ জানুয়ারি) এক হালি ৫০০ থেকে ৬০০ গ্রামের ইলিশ মাছ এক হাজার টাকা দিয়ে কিনেছেন তিনি। যেখানে সপ্তাহ খানেক আগেও এ মাছগুলো দুই হাজার টাকা ছিল। আর এক কেজি ওজনের ইলিশ মাছের প্রতি কেজি ৬০০ থেকে ৬৫০ টাকায় বিক্রি হচ্ছে। ইলিশের দাম আগের চেয়ে কমায় ক্রেতা-বিক্রেতা সবাই খুশি।

মৎস্য কর্মকর্তা বিল্লাল হোসেন বলেন, লক্ষ্মীপুরের তিনটি উপজেলার বেশ কয়েকটি মাছঘাট ঘুরে দেখা যায়, মেঘনা নদীতে প্রচুর ইলিশ মাছ ধরা পড়ছে। গত কয়েক বছর জাটকা নিধন বন্ধ থাকায় মা ইলিশ নির্বিঘ্নে ডিম ছেড়েছে। এজন্য অসময়ে প্রচুর ইলিশ মাছ ধরা পড়ছে।

ওডি/টিএএফ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড