• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

রাজবাড়ীতে সিআইডির এসআই হত্যা মামলায় ৭ জনের যাবজ্জীবন

  রাজবাড়ী প্রতিনিধি

২৯ জানুয়ারি ২০২০, ১৯:১৮
আদালত
আদালত (ছবি : ফাইল ফটো)

রাজবাড়ীর পাংশায় আলোচিত সিআইডির এসআই আব্দুর রাজ্জাক হত্যা মামলায় সাতজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত।

বুধবার (২৯ জানুয়ারি) দুপুরে আদালত দীর্ঘ সাক্ষ্য প্রমাণ শেষে ওই সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করে। একই সঙ্গে যাবজ্জীবন প্রাপ্ত প্রত্যেক আসামিকে এক লাখ টাকা জরিমানা ও অনাদায়ে এক বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

রাজবাড়ীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাসুদ করিম এ রায় প্রদান করেন। এ সময় মামলার অপর নয় আসামিকে খালাস প্রদান করেছে আদালত।

দণ্ডপ্রাপ্তরা হলো- রবিউল ইসলাম জিরো, আকমল শেখ, কুদ্দুস সেখ, বুলু শেখ, জালাল উদ্দিন, ডালিম শেখ ও তপন। এরা সবাই বর্তমান কালুখালী উপজেলার মৃগী ও সাওরাইল ইউনিয়নসহ আশপাশ এলাকার বাসিন্দা।

আরও পড়ুন : ব্রাহ্মণবাড়িয়ায় সার্জেন্টের চাঁদাবাজির প্রতিবাদে মহাসড়ক অবরোধ

আদালত সূত্রে জানা যায়, পাংশা থানায় ২০১১ সালের ১১ নভেম্বর সাওরাইল ইউনিয়নের পাতুরিয়ার সিআইডির এসআই আব্দুর রাজ্জাককে জমি সংক্রান্ত বিরোধের জেরে হত্যা করা হয়। এ হত্যার দায়ে ১৬ জনকে আসামি করে ওই দিনই থানায় একটি মামলা দায়ের করেন নিহত আব্দুর রাজ্জাকের স্ত্রী রোকেয়া রাজ্জাক। হত্যার আগে নারায়ণগঞ্জে সিআইডির এসআই পদে কর্মরত ছিলেন তিনি।

ওডি/এএসএল

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড