• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

ঝালকাঠিতে ৫ ডাকাত আটক, অস্ত্র ও স্বর্ণ উদ্ধার

  ঝালকাঠি প্রতিনিধি

২৯ জানুয়ারি ২০২০, ১৭:২৯
পুলিশ সুপার ফাতিহা ই্যাসমিন
সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপার ( ছবি : দৈনিক অধিকার )

ঝালকাঠির নলছিটিতে ডাকাতির ঘটনায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্যকে আটক করেছে পুলিশ। বুধবার (২৯ জানুয়ারি) দুপুর ২টার দিকে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন এসপি ফাতিহা ই্যাসমিন।

আটককৃতরা হলো— জেলার বাকেরগঞ্জ উপজেলার বিহারীপুর গ্রামের মো. ইসমাইল খানের ছেলে শহিদ খান (৩৭), গাইবান্দার গোবিন্দগঞ্জ উপজেলার হালিমারচর গ্রামের আজাদ মিয়ার ছেলে এনাম হোসেন মিয়া (৩০), পটুয়াখালীর বাউফল উপজেলার চাঁদকাঠি (ধুলিয়া) গ্রামের অরুণ দাস (৩৮), নলছিটি উপজেলার সূর্যপাশা গ্রামের আ. করিম হাওলাদারের ছেলে মো. পিন্টু হাওলাদার (৩০), একই উপজেলার খেজুরিয়া গ্রামের আ. রশিদ হাওলাদারের ছেলে মো. ইমরান হোসেন (২৮)।

ঝালকাঠি পুলিশ সুপার ফাতিহা ই্যাসমিনের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদ হাসানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

আটকের পর তাদের কাছ থেকে এয়ারগান ও স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়েছে বলেও জানান পুলিশ সুপার।

এর আগে ২৪ জানুয়ারি রাত ২টার দিকে নলছিটি উপজেলার তেওলা গ্রামের মামুন হোসেনের ঘরে ডাকাতির ঘটনা ঘটে।

জানা যায়, ঘরের বারান্দায় সিঁধ কেটে প্রবেশ করে ডাকাত দল। পরে অস্ত্রের মুখে ঘরের সবাইকে জিম্মি করে হাত-পা বেঁধে ৪ লাখ টাকা, স্বর্ণালঙ্কার, পাখি মারার এয়ারগানসহ ৬ লাখ টাকার মালামাল ছিনিয়ে নেয় তারা। পরে গৃহকর্তা মামুন হোসেন বাদী হয়ে নলছিটি থানায় মামলা দায়ের করেন।

সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপার জানান, আসামিরা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে। আটকের পর তাদের কাছ থেকে এয়ারগান, ১২ আনা ওজনের ২ জোড়া স্বর্ণের কানবালা ও ২টি স্বর্ণের চেইন উদ্ধার করা হয়। এ ঘটনায় বাকি ২ আসামিকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

আরও পড়ুন- গোপালগঞ্জে ট্রেন দুর্ঘটনা : ৪ শিক্ষার্থীর জানাজা সম্পন্ন

নলছিটি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাখাওয়াত হোসেন জানান, বুধবার বিকালে আসামিদের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। বিকাল ৫টার মধ্যেও আদালতের কোনো আদেশ থানায় আসেনি বলেও জানান তিনি।

ওডি/এসএএফ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড