• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

চালবোঝাই ট্রাকে ফেনসিডিল পাচার, চালক-সহযোগী আটক

  ময়মনসিংহ প্রতিনিধি

২৮ জানুয়ারি ২০২০, ২১:৫৭
আটক
চালবোঝাই ট্রাকে ফেনসিডিল পাচারকালে আটকরা (ছবি : দৈনিক অধিকার)

কৌশলে চালবোঝাই ট্রাকে ফেনসিডিল পাচারের সময় ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় দুইজনকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৪)।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেন র‌্যাব-১৪-এর অধিনায়ক এফতেখার উদ্দিন।

এর আগে একই দিন বিকালে উপজেলার রামচন্দ্রপুর এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশিকালে ফেনসিডিলসহ তাদের আটক করা হয়।

আটকরা হলো- ট্রাকচালক শাহীন আলম (৩২) ও তার সহযোগী রেজাউল ইসলাম (২২)।

র‌্যাব-১৪-এর অধিনায়ক এফতেখার উদ্দিন জানান, উত্তরবঙ্গ থেকে ট্রাকে করে মাদকের একটি বড় চালান মুক্তাগাছা হয়ে ময়মনসিংহে ঢুকছে- এমন গোপন সংবাদে মঙ্গলবার রামচন্দ্রপুর এলাকায় চেকপোস্ট বসায় র‍্যাব। পরে বিকাল সাড়ে ৩টার দিকে চালবোঝাই একটি ট্রাকে তল্লাশি চালানোর সময় এর চালক ও সহযোগী পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়। একপর্যায়ে ওই ট্রাকে তল্লাশি চালিয়ে চালকের ডান পাশের সিটের নিচ থেকে ৯০৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

আরও পড়ুন : বাবাকে কুপিয়ে হত্যা, ঘাতক ছেলে আটক

এ ঘটনায় ফেনসিডিলসহ আটকদের বিরুদ্ধে মুক্তাগাছা থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানিয়েছেন র‌্যাবের এই অধিনায়ক।

ওডি/আইএইচএন

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড