• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

মামলার হাজিরা দিতে এসে কারাগারে যুবলীগ নেতা

  রাঙ্গামাটি প্রতিনিধি

২৮ জানুয়ারি ২০২০, ১৮:০৪
কারাদণ্ড
কারাদণ্ডপ্রাপ্ত উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ সভাপতি মো. নাসির উদ্দিন (ছবি : দৈনিক অধিকার)

বন বিভাগের একটি মামলার হাজিরা দিতে এলে রাঙ্গামাটিতে এক যুবলীগ নেতাসহ দুইজনকে কারাগারে পাঠিয়েছে আদালত।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুরে রাঙ্গামাটি চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সবুজ পাল তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ডে দণ্ডিত করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

কারাদণ্ডপ্রাপ্তরা হলো- কাপ্তাই উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ সভাপতি মো. নাসির উদ্দিন এবং স্থানীয় মেম্বার বাবুল।

বন বিভাগ ও আদালত সূত্রে জানা যায়, যুবলীগ সভাপতি মো. নাসির উদ্দিন ও বাবুল মেম্বার পিওআর বন মামলা এবং আদালতের বন মামলার সিআর মূলে আসামি। তাদের বিরুদ্ধে কাপ্তাই রেঞ্জের রাম পাহাড়ের বন বিটের ৪৯ লাখ টাকার গাছ কেটে নেওয়ার মামলা রয়েছে। বন বিভাগের কাপ্তাই রেঞ্জের ফরেস্ট অফিসার নির্মল কুমার মণ্ডল বাদী হয়ে ২০১৮ সালে তাদের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছিলেন।

ওই মামলায় মঙ্গলবার আদালতে হাজিরা দিতে আসলে উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ সভাপতি মো. নাসির উদ্দিনকে তিন বছরের সশ্রম কারাদণ্ড দেন আদালত। একই সঙ্গে তাকে ৩০ লাখ টাকা জরিমানাসহ অনাদায়ে আরও ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই মামলায় বাবুল মেম্বারকে দেড় বছরের কারাদণ্ডে দণ্ডিত করেন আদালত। পাশাপাশি তাকে ১০ লাখ টাকা জরিমানাসহ অনাদায়ে আরও ১ মাসের জেল ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুন : গফরগাঁওয়ে বাসচাপায় যুবদল নেতা নিহত

এ ব্যাপারে আদালতের পরিদর্শক মো. জাহাঙ্গীর আলম বলেন, বন বিভাগের মামলায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সবুজ পালের আদালতে কাপ্তাই উপজেলা ভাইস চেয়ারম্যান ও বাবুল মেম্বারকে পৃথক মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়ে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।

ওডি/আইএইচএন

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড