• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

বিজিবির অভিযানে ২ চোরাকারবারি আটক

  সুনামগঞ্জ প্রতিনিধি

২৬ জানুয়ারি ২০২০, ২২:০০
আটক
বিপুল পরিমাণ ভারতীয় বিড়িসহ ওই দুই চোরাকারবারিকে আটক করে বিজিবি (ছবি : দৈনিক অধিকার)

আমদানি নিষিদ্ধ বিপুল পরিমাণ ভারতীয় বিড়ির চালানসহ সুনামগঞ্জে দুইজন চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রবিবার (২৬ জানুয়ারি) বিকালে আটকদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠিয়েছে পুলিশ।

এর আগে শনিবার (২৫ জানুয়ারি) রাতে অভিযান চালিয়ে সদর উপজেলার বনগাঁও বিওপির টহল দল তাদের আটক করে।

আটক চোরাকারবারিরা হলো- সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের নৈগাং গ্রামের আব্দুল কুদ্দুছের ছেলে মোহাম্মদ আলী এবং একই গ্রামের আবদুর রশীদের ছেলে দেলোয়ার হোসেন।

সুনামগঞ্জের ২৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাকসুদুল আলম জানান, বনগাঁও বিওপির টহল দল শনিবার রাতে বিওপি সংলগ্ন সড়কে অভিযান চালিয়ে মোহাম্মদ আলী ও দেলোয়ার হোসেন নামে ওই দুই চোরাকারবারিকে আটক করে। একই সময় তাদের কাছ থেকে ১৫ হাজার শলাকা আমদানি নিষিদ্ধ ভারতীয় ‘নামির বিড়ি’, ৬ হাজার ৯০০ শলাকা ‘জীবন বিড়ি’ ও একটি চোরাই মোটরসাইকেল জব্দ করা হয়।

আরও পড়ুন : সাতক্ষীরায় ঘুষ গ্রহণের অভিযোগে সরকারি কর্মকর্তা বরখাস্ত

এ ব্যাপারে সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি মো. সহিদুর রহমান দৈনিক অধিকারকে জানান, আটক চোরাকারবারিদের বিরুদ্ধে শনিবার রাতেই বিজিবির পক্ষ থেকে মামলা করা হয়। রবিবার তাদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

ওডি/আইএইচএন

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড