• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

সুনামগঞ্জে জমি নিয়ে বিরোধ, ভাঙচুর বসতবাড়িতে

  সুনামগঞ্জ প্রতিনিধি

২৬ জানুয়ারি ২০২০, ২১:৫২
বসতবাড়ি ভাঙচুর
বসতবাড়ি ভাঙচুর ( ছবি : দৈনিক অধিকার )

সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নের বসিয়াখাউরী গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের বাড়িতে হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ সময় বাড়ির লোকজন বাধা দিতে গেলে প্রতিপক্ষের হামলায় শিশুসহ ৩ জন আহত হয়।

শনিবার (২৫ জানুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার বসিয়াখাউরী গ্রামের মর্তুজা মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বসিয়াখাউরী গ্রামের জমি নিয়ে মর্তুজা মিয়ার সঙ্গে প্রতিবেশী সিলিক মিয়া গংদের বিরোধ চলে আসছিল। এই বিরোধকে কেন্দ্র করে একই গ্রামের প্রতিবেশী জিতু মিয়া, দিরাজ মিয়া, সিলিক মিয়া, যুবরাজ মিয়া, সিপন মিয়া, স্বপন মিয়া, রুকন মিয়া দেশীয় অস্ত্র নিয়ে মর্তুজা মিয়ার বাড়িতে হামলা চালায়। এ সময় হামলাকারীরা বসতঘরে ভাঙচুর চালিয়ে নগদ টাকা ও ৫ ভরি স্বর্ণালঙ্কারসহ বিভিন্ন আসবাবপত্র লুট করে নিয়ে যায় বলে অভিযোগ উঠে। এতে বাঁধা দিতে গেলে প্রতিপক্ষের হামলায় মর্তুজা মিয়া ও সাজল মিয়ার মেয়ে (৬) আহত হয়। তাদের উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সিলিক মিয়াকে আটক করে। সে একই গ্রামের মৃত জমক আলীর ছেলে।

আরও পড়ুন: সরকারি রাস্তা ৬ পরিবারের দখলে

দক্ষিণ সুনামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে একজনকে আটক করেছে। এছাড়া অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

ওডি/এসএএফ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড