• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

মানিকগঞ্জে বালিরটেক সেতু উদ্বোধন

  মানিকগঞ্জ প্রতিনিধি

২৬ জানুয়ারি ২০২০, ১৯:২২
সংসদ সদস্য মমতাজ বেগম
আলোচনা সভায় বক্তব্য রাখছেন সংসদ সদস্য মমতাজ বেগম ( ছবি : দৈনিক অধিকার )

মানিকগঞ্জে কালিগঙ্গা নদীর ওপর ৪৭ কোটি ১৭ লাখ ৪১ হাজার টাকা ব্যয়ে নির্মিত বালিরটেক সেতু উদ্বোধন করা হয়েছে। রবিবার (২৬ জানুয়ারি) সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সেতুটি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পরে বিকালে স্থানীয় সংসদ সদস্য মমতাজ বেগম সেতুর পাড়ে আলোচনা সভার আয়োজন করেন। সেতুটি উদ্বোধন হওয়াতে দক্ষিণ মানিকগঞ্জে যোগাযোগের এক বিশাল দ্বার উন্মোচিত হয়েছে। এখন থেকে সরসারি হরিরামপুর উপজেলার মানুষ সেতু দিয়ে ঢাকায় যাতায়াত করতে পারবে।

উদ্বোধনী সভায় সংসদ সদস্য মমতাজ বেগম ছাড়াও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমাউল হুসনা লিজা, অতিরিক্ত প্রকৌশলী মো. মুসলে উদ্দিন, প্রকৌশলী নজরুল ইসলাম, জেলা যুবলীগের আহ্বায়ক আব্দুর রাজ্জাক রাজাসহ আরও অনেকে।

আরও পড়ুন: মানবতার দেয়ালে মানবতা নেই

উল্লেখ্য, ২০১৭ সালের সেপ্টেম্বর মাসে সেতুটি নির্মাণ কাজ শুরু হয়। ২০১৯ সালের নভেম্বর মাসে সেতুটির নির্মাণ কাজ শেষ হয়।

ওডি/এসএএফ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড