• বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

বালু উত্তোলন : দুটি এক্সকেভেটর জ্বালিয়ে দিলেন ইউএনও

  সিরাজগঞ্জ প্রতিনিধি

২৫ জানুয়ারি ২০২০, ১৯:২৫
জ্বালিয়ে দেওয়া দুই এক্সকেভেটর
জ্বালিয়ে দেওয়া দুই এক্সকেভেটর (ছবি : দৈনিক অধিকার)

সিরাজগঞ্জের রায়গঞ্জে ইছামতি নদীর কালিঞ্জা ব্রিজ সংলগ্ন এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে দুটি এক্সকেভেটর (ভেকু মেশিন) জ্বালিয়ে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২৫ জানুয়ারি) বিকাল ৪টায় রায়গঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীমুর রহমান ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

তিনি বলেন, বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা ২০১০ ধারা মোতাবেক ব্রিজ সংলগ্ন এক কিলোমিটারের মধ্যে বালু উত্তোলন নিষিদ্ধ। কিন্তু এই নিষেধাজ্ঞা অমান্য করে কামারখন্দের কুটিরচর গ্রামের নজরুল ইসলাম গং কালিঞ্জা ব্রিজ সংলগ্ন ৪শ মিটারের মধ্যে বালু উত্তোলন করে আসছিল। খবর পেয়ে গত বুধবার (২২ জানুয়ারি) ঘটনাস্থলে গিয়ে বালু উত্তোলন বন্ধ ও তিন দিনের মধ্যে এক্সকেবেটর মেশিন সরিয়ে নেওয়ার আদেশ দেওয়া হয়। এই আদেশ অমান্য করে বালু ব্যবসায়ীরা ওই স্থান থেকে বালু উত্তোলন অব্যাহত রাখায় মোবাইল কোর্ট ২০০৯ এর ১২ ধারা মোতাবেক এক্সকেভেটর মেশিন জব্দ করে আগুনে জ্বালিয়ে ধ্বংস করা হয়।

আরও পড়ুন: মেধাবী ইমার সামনে বড় বাধা দারিদ্র্য

ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন উপজেলা সার্ভেয়ার জাকির হোসাইন, পাঙ্গাসী ইউনিয়ন তহশিলদার বরকতুল্লাহ ও রায়গঞ্জ থানার এসআই শফিকুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ।

ওডি/ এফইউ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড