• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

বঙ্গবন্ধু জাতীয় চ্যাম্পিয়নশিপ-২০২০

ড্র নিয়ে মাঠ ছাড়ে খুলনা ও চুয়াডাঙ্গা

  চুয়াডাঙ্গা প্রতিনিধি

২৫ জানুয়ারি ২০২০, ১৮:৪০
বঙ্গবন্ধু জাতীয় চ্যাম্পিয়নশিপ
খুলনা ও চুয়াডাঙ্গা ফুটবল ম্যাচ (ছবি : দৈনিক অধিকার)

বঙ্গবন্ধু জাতীয় চ্যাম্পিয়নশিপ-২০২০ চুয়াডাঙ্গা ভেন্যুর খেলায় শ্বাসরুদ্ধকর ম্যাচে খুলনা ও চুয়াডাঙ্গা ১-১ গোলে সমতা নিয়ে মাঠ ছাড়েন।

শনিবার (২৫ জানুয়ারি) বিকাল ৩টায় চুয়াডাঙ্গার নতুন স্টেডিয়ামে মুখোমুখি হয় চুয়াডাঙ্গা জেলা একাদশ ও খুলনা জেলা একাদশ।

খেলার প্রথমার্ধে দুই দলের খেলোয়াড়দের আক্রমণ পাল্টা আক্রমণে গ্যালারিতে বসে দারুণ এক উত্তেজনাকর ফুটবল ম্যাচ উপভোগ করেন দর্শকরা। প্রথমার্ধের ৩৪ মিনিটের মাথায় খুলনা একাদশের খেলোয়াড় জান্নাত মধ্য মাঠ থেকে প্রতিপক্ষের খেলোয়াড়দের পরাস্ত করে চুয়াডাঙ্গার জালে বল জড়িয়ে দলকে ১-০ গোলে এগিয়ে নেন। মধ্য বিরতির পূর্ব মুহূর্ত পর্যন্ত খুলনা জেলা একাদশ ১-০ তে এগিয়ে থেকে মাঠ ছাড়েন।

দ্বিতীয়ার্ধের খেলার শুরু থেকেই খুলনা একাদশের খেলোয়াড়রা অনেকটা একমুখী ভঙ্গীতে ফুটবল খেলেন। চুয়াডাঙ্গা একাদশ ১-০ গোলে পিছিয়ে থেকে খেলোয়াড়দের মনোবল ভেঙে যায়। ফলে দ্বিতীয়ার্ধের প্রথম দিকে অনেকটা অগোছালো ফুটবল খেলতে থাকে চুয়াডাঙ্গা একাদশের খেলোয়াড়রা। এ সময় খুলনা একাদশের খেলোয়াড় দফায় দফায় আক্রমণ করলেও গোল ব্যবধান বাড়াতে ব্যর্থ হয়। কিন্তু খেলার শেষ ১০ মিনিটে দারুণ ফুটবল খেলা উপহার দেয় চুয়াডাঙ্গা একাদশের খেলোয়াড়রা। এ সময় তাদের আক্রমণে বিপর্যস্ত হয়ে যায় ফেলে খুলনা জেলা একাদশের খেলোয়াড়রা।

শ্বাসরুদ্ধকর এক ফুটবল উপভোগ করতে থাকে গ্যালারিতে বসা দর্শকরা। খেলা শেষের ১ মিনিট আগে চুয়াডাঙ্গা জেলা একাদশের পরিকল্পিত এক আক্রমণ থেকে তরুণ খুলনা একাদশের গোল রক্ষককে বোকা বানিয়ে বল জালে জড়িয়ে দিলে খেলায় ১-১ গোলে সমতা আসে। রেফারি জসিম আক্তারের শেষ বাঁশিতে দুই দলকেই সমতা নিয়েই মাঠ ছাড়তে হয়।

খেলায় সহকারী রেফারীর দায়িত্বে ছিলেন দেবাশিষ চক্রবর্তী ও আশরাফুল ইসলাম। ম্যাচ রেফারী ছিলেন তোফাজ্জেল হোসেন বাচ্চু।

ওডি/এএসএল

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড