• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

নরসিংদীতে দুদকের মতবিনিময় সভা

  নরসিংদী প্রতিনিধি

২৫ জানুয়ারি ২০২০, ১৮:০৩
মতবিনিময় সভা
মতবিনিময় সভায় প্রধান অতিথি শিক্ষার্থীদের দুর্নীতিবিরোধী শপথবাক্য পাঠ করান (ছবি : দৈনিক অধিকার)

‘দেশপ্রেমের শপথ নিন, দুর্নীতিকে বিদায় দিন’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীতে দুদকের মতবিনিময় সভা ও ‘সততা স্টোরের’ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ জানুয়ারি) নরসিংদীর ‘পাঁচদোনা স্যার কে জি গুপ্ত উচ্চ বিদ্যালয়ে’ এই সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার (তদন্ত) এ এফ এম আমিনুল ইসলাম।

দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক বশির আহমেদের উপস্থাপনায় এ সময় আরও বক্তব্য রাখেন- দুদকের পরিচালক মো. আক্তার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার জাকির হাসান, দুর্নীতি প্রতিরোধ কমিটির জেলা সভাপতি প্রফেসর সূর্য কান্ত দাস, স্কুলের প্রধান শিক্ষক মো. মাসুম বিল্লাহ প্রমুখ।

এর আগে অনুষ্ঠানের শুরুতে দুর্নীতির বিরুদ্ধে সকল শিক্ষার্থীদের শপথবাক্য পাঠ করান প্রধান অতিথি। পরবর্তীকালে আলোচনা শেষে বিদ্যালয়ে ‘সততা স্টোর’ ও মুজিববর্ষ উপলক্ষে বঙ্গবন্ধুকে উৎসর্গ করে ‘পুষ্প কানন’ নামে একটি ফুলের বাগানের উদ্বোধন করা হয়।

আরও পড়ুন : আলোচনার মাধ্যমেই আগামীতে তিস্তা চুক্তি সম্পন্ন হবে

এ সময় দুর্নীতি দমন কমিশনের পরিচালক মো. সায়েদুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট চৌধুরী আশরাফুল করিম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. তাছলিমা আক্তার, সহকারী কমিশনার শাহ আলম মিয়া, স্কুল পরিচালনা কমিটির সভাপতি কফিল উদ্দিন বাচ্চুসহ শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

ওডি/আইএইচএন

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড