• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

বরিশালে পানিসম্পদ প্রতিমন্ত্রী

আলোচনার মাধ্যমেই আগামীতে তিস্তা চুক্তি সম্পন্ন হবে

  বরিশাল প্রতিনিধি

২৫ জানুয়ারি ২০২০, ১৭:৪৬
পানিসম্পদ প্রতিমন্ত্রী
বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন কাজের উদ্বোধনকালে পানিসম্পদ প্রতিমন্ত্রীসহ অন্যরা (ছবি : দৈনিক অধিকার)

পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক বলেছেন, তিস্তা চুক্তি নিয়ে বাংলাদেশ-ভারতের মন্ত্রণালয় প্রস্তাবনা তৈরি করছে। ভারতের পানিসম্পদ মন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানানো হয়েছে। বাংলাদেশ এই চুক্তির ব্যাপারে আশাবাদী। আলোচনার মাধ্যমেই আগামীতে তিস্তা চুক্তি সম্পন্ন হবে।

শনিবার (২৫ জানুয়ারি) বরিশালের সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের পঞ্চগ্রাম সম্মিলনী বালিকা বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন কাজের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

পঞ্চগ্রাম সম্মিলনী বালিকা বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মনির মোল্লার সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে পানিসম্পদ প্রতিমন্ত্রী বলেন, শুধু পাকা ভবন করলেই হবে না। বিদ্যালয়ে শিক্ষার্থীদের মনোযোগ বাড়াতে নানামুখী পদক্ষেপ নিতে হবে। এ সময় তিনি শিক্ষার্থীদের নীতি-নৈতিকতায় শিক্ষিত করে একজন ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবকদের অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান।

আরও পড়ুন : ‘গরু আনতে গিয়ে সীমান্তে নিহত হলে সরকার দায়িত্ব নেবে না’

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোশারফ হোসেন, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান মধু, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী রজত কুমার দাস, মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন প্রমুখ।

ওডি/আইএইচএন

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড