• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

দনিয়ার পর দোহারে স্কুলছাত্রকে পিষে গেল ট্রাক

  অধিকার ডেস্ক    ০২ আগস্ট ২০১৮, ১৩:৪৪

ছবি: সংগৃহীত

নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন চলাকালীন সময়ে এবার ট্রাকচাপায় প্রাণ গেলো ঢাকার দোহারের চরকুশাই এলাকায় মো. রেশাদ (১৩) নামে এক স্কুল শিক্ষার্থীর।

বৃহস্পতিবার (২ আগস্ট) সকাল আটটার দিকে মানিকগঞ্জ থেকে দোহারে আসার পথে চরকুশাই নামক স্থানে এ ঘটনা ঘটে।

নিহত রেশাদ নবাবগঞ্জ উপজেলার বান্দুরা হলিক্রশ স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির শিক্ষার্থী বলে জানা যায়। সে দোহার উপজেলার জামালচর এলাকার সামছুল হকের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র মতে, বৃহস্পতিবার সকালে আমবোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো-ন-১৩-০২৩০১) মানিকগঞ্জ থেকে দোহারে আসার পথে চরকুশাই নামক স্থানে বিপরীত দিক থেকে মোটরসাইকেল আরোহী রেশাদকে চাপা দেয়। এসময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় রেশাদকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘাতক ট্রাক চালক ঘটনার পরপরই পালিয়ে যায়।

দোহার থানা মাহমুদপুর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক নুরুল হুদা বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড