• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

প্রাইভেট কারে মাদক পাচারকালে র‌্যাবের হাতে ধরা

  নারায়ণগঞ্জ প্রতিনিধি

২৪ জানুয়ারি ২০২০, ২১:৪৯
আটক
প্রাইভেট কারে মাদক পাচারকালে আটক মাদক কারবারি রমজান আলী (ছবি : দৈনিক অধিকার)

কৌশলে প্রাইভেট কারে ৫০০ বোতল ফেনসিডিল পাচারকালে নারায়ণগঞ্জে রমজান আলী নামে এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব। এ সময় মাদক বহনের কাজে ব্যবহৃত ও প্রাইভেট কারটিও জব্দ করা হয়।

শুক্রবার (২৪ জানুয়ারি) বিকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন র‌্যাব-১১-এর অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরী।

এর আগে একই দিন দুপুরের দিকে জেলার বন্দর উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মদনপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক রমজান আলী সিদ্ধিরগঞ্জ থানাধীন পাইনাদি নতুন মহল্লা এলাকার বাসিন্দা বলে জানিয়েছে র‌্যাব।

অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত ওই সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রমজান ও তার সিন্ডিকেট দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জ-ঢাকাসহ এর আশপাশের এলাকায় অভিনব পন্থায় বিভিন্ন মাদকদ্রব্য ও ফেনসিডিল বিক্রয় করে আসছে। শুক্রবার দুপুর সোয়া ২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চেকপোস্ট বসিয়ে প্রাইভেট কার তল্লাশিকালে রমজান আলীকে ৫০০ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়। এ সময় র‌্যাব সদস্যরা তার কাছ থেকে মাদক বিক্রির নগদ ২৭ হাজার ৭০০ টাকা উদ্ধার করেন।

আরও পড়ুন : ফিলিং স্টেশনের তিন তলা থেকে পড়ে শ্রমিক নিহত

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, রমজান এর আগেও মাদক পাচারের সময় পুলিশের হাতে আটক হয়েছিল। পরে জামিনে বেরিয়ে আবারও একটি প্রাইভেট কার কিনে সে মাদক কারবার শুরু করেছে।

এ ঘটনায় আটক রমজান আলীর বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে র‌্যাব।

ওডি/আইএইচএন

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড