• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

ছেলেকে পুলিশে ধরিয়ে দিলেন বাবা-মা

  বরগুনা প্রতিনিধি

২৪ জানুয়ারি ২০২০, ২০:২১
পুলিশ
নিত্যদিন অত্যাচার বৃদ্ধি পেতে থাকায় রিয়াজকে পুলিশের হাতে তুলে দেন তার বাবা-মা (ছবি : দৈনিক অধিকার)

বরগুনার আমতলী উপজেলায় মো. রিয়াজ (২৫) নামে এক যুবককে পুলিশের হাতে তুলে দিয়েছেন তার বাবা-মা।

শুক্রবার (২৪ জানুয়ারি) দুপুরে ওই যুবককে আমতলী থানায় সোপর্দ করেন তারা।

থানা সূত্রে জানা গেছে, উপজেলা নাচনাপাড়া গ্রামের মো. কুদ্দুস জোমাদ্দারের ছেলে মো. রিয়াজ মাদকে আসক্ত। ফলে বিভিন্ন সময় নেশা করার জন্য টাকা না দিলে বাবা-মাকে অকথ্য ভাষায় গালাগালসহ ঘরে থাকা মালামাল ভাঙচুর করত সে। নিত্যদিন তার অত্যাচার বৃদ্ধি পেতে থাকলে বাধ্য হয়ে শুক্রবার দুপুরে স্থানীয় ইউপি সদস্য মো. জসিম উদ্দিনের সহায়তায় রিয়াজকে পুলিশের হাতে সোপর্দ করেন তার বাবা কুদ্দুস জোমাদ্দার ও মা সাহেরা বেগম।

আরও পড়ন : শীতের রাতে বাবা-মাকে বাড়িছাড়া করল সন্তান

এ ব্যাপারে আমতলী থানার ওসি মো. আবুল বাশার দৈনিক অধিকারকে জানান, মাদকাসক্ত রিয়াজকে তার বাবা-মা পুলিশে সোপর্দ করেছে। ইতোমধ্যেই তাকে বরিশালের মাদকাসক্তি নিরাময় কেন্দ্র ‘সেভ দ্যা লাইফে’ পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

ওডি/আইএইচএন

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড