• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

শীতের রাতে বাবা-মাকে বাড়িছাড়া করল সন্তান

  বাগেরহাট প্রতিনিধি

২৪ জানুয়ারি ২০২০, ১৭:০৩
বৃদ্ধ
বৃদ্ধ দম্পতি শেখ আব্দুল মমিন ও রিজিয়া বেগম (ছবি : দৈনিক অধিকার)

হাড় কাঁপানো শীতের রাতে বাগেরহাটে এক বৃদ্ধ দম্পতির ঠাঁই হয়েছে নিজ বাড়ির সামনের খোলা আকাশের নিচে।

সম্পত্তি লিখে না দেওয়ায় একমাত্র ছেলে তাদের বাড়ি থেকে বের করে দিয়েছে বলে অভিযোগ- বৃদ্ধ শেখ আব্দুল মমিন (৭৫) ও তার স্ত্রী রিজিয়া বেগমের (৬৫)। ফলে গত চার দিন ধরে তীব্র শীতের মধ্যেই ওই দম্পতি অবস্থান করছেন খোলা আকাশের নিচে।

এ নিয়ে শুক্রবার (২৪ জানুয়ারি) দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন ওই দম্পতি।

সংবাদ সম্মেলনে জেলার ফকিরহাট উপজেলার পিলজংগ ইউনিয়নের শেখ আব্দুল মমিন ও রিজিয়া বেগম বলেন, ‘বাড়িঘর জায়গা-জমি সব থাকা সত্ত্বেও আমরা আজ বড় অসহায়। প্রতিপক্ষ ও প্রতিবেশীদের কু-প্ররোচনায় একমাত্র ছেলে আমাদের ঘর থেকে বের করে দিয়েছে। ছেলেকে জায়গা-জমি লিখে না দেওয়ায় আজ আমাদের এই অবস্থা।’

কান্নাজড়িত কণ্ঠে ওই দম্পতি জানান, আমাদের চার মেয়ে ও এক ছেলে রয়েছে। দীর্ঘদিন ধরে আমাদের ছেলে আমাদের ওপর অত্যাচার-নির্যাতন করে আসছে। বর্তমানে আমাদের প্রতিপক্ষের (যাদের সঙ্গে জায়গা-জমি নিয়ে বিরোধ) প্রত্যক্ষ সহযোগিতায় থানা পুলিশ দিয়ে হয়রানিও করা হচ্ছে আমাদের।

এ দিন সংবাদ সম্মেলনে আব্দুল মমিনের ছোট মেয়ে শাহানাজ আফরোজও উপস্থিত ছিলেন। বক্তব্যকালে ওই দম্পতি বার বার কান্নায় ভেঙে পড়ছিলেন।

এ দিকে, ভুক্তভোগীর প্রতিবেশী আব্দুর রব বলেন, ‘সম্পত্তির জন্য বৃদ্ধা বাবা-মাকে কোনো সন্তান এই শীতের মধ্যে ঘর থেকে বের করে দিতে পারে- এটা আমাদের মেনে নিতে কষ্ট হচ্ছে। জায়গা-জমি নিয়ে বিরোধ বা সমস্যা থাকতেই পারে। তাই বলে বৃদ্ধা বাবা-মাকে বাড়ি থেকে বের করে দেওয়া কোনো সমাধান হতে পারে না।’

আরও পড়ুন : কেওক্রাডংয়ে র‌্যাবের অভিযান, বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস

অন্যদিকে, বিষয়টি নিয়ে ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাইদ খায়রুল আনামের সঙ্গে কথা হলে তিনি বলেন, ‘জায়গা-জমি নিয়ে প্রতিবেশীদের সঙ্গে আব্দুল মমিনের বিরোধ রয়েছে। তবে পুলিশের বিষয়ে যে অভিযোগ করা হয়েছে তা সঠিক নয়।’

ওডি/আইএইচএন

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড